যশোর-বেনাপোল মহাসড়কে দুই মোটরসাইকেলের সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুই জন। আশঙ্কাজনক অবস্থায় তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১৮ মার্চ) সন্ধ্যায় মহাসড়কের শার্শা উপজেলার আমড়াখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত ব্যক্তির নাম মাহাবুর রহমান।
গুরুতর আহত আলমগীর হোসেন (৪০) ও মিলন হোসেন (৩৯) একই গ্রামের যথাক্রমে মৃত হারুন অর রশিদের ও আব্দুল মালেকের ছেলে।
নাভারন হাইওয়ে থানা পুলিশের এসআই মফিজুর রহমান জানান, মাহাবুব, আলমগীর ও মিলন ব্যবসায়িক কাজে বেনাপোল যাচ্ছিলেন। যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালি এলাকায় পৌঁছালে হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের সামনে থাকা অন্য একটি মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ সময় তারা তিনজন সড়কে ছিটকে পড়ে। মাথায় আঘাত পেয়ে মাহাবুর ঘটনাস্থলে মারা যান।
গুরুতর আহতাবস্থায় আলমগীর ও মিলনকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা।
পরে উন্নত চিকিৎসার জন্য তাদের যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন কর্মরত চিকিৎসক।
এসআই মফিজুর রহমান আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় বেনাপোল বন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
—ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন