January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 20th, 2022, 7:08 pm

যশোর সীমান্তে ৮০টি স্বর্ণের বার উদ্ধার

যশোরের চৌগাছা উপজেলার কাশিপুর-শাহজাদপুর সীমান্ত থেকে ৯ দশমিক ২৮ কেজি ওজনের ৮০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দল সীমান্তের কাছে অভিযান চালিয়ে দুই বাংলাদেশি কৃষকের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে ওই এলাকায় একটি মরিচের বাগানের মাটির নিচ থেকে এসব স্বর্ণ উদ্ধার করে।

বিজিবি-৪৯ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, বিজিবি সদস্যরা কৃষকদের অনুসরণ করলে তারা পালিয়ে যায়। পরে ওই সময় সীমান্তের কাছে আরও দুই কৃষকের ঘোরাঘুরি লক্ষ্য করে আইনশৃঙ্খলা বাহিনী।

পরে সেখানে একটি মরিচ বাগানে টেপ দিয়ে মোড়ানো চারটি বড় বান্ডিলে আট কোটি ৩২ লাখ টাকা মূল্যের ৮০টি স্বর্ণের বার পাওয়া যায় বলেও কমান্ডার জানান।

তিনি বলেন, উদ্ধারকৃত স্বর্ণের বার প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেয়া হবে।

—-ইউএনবি