November 1, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, November 1st, 2025, 12:12 am

যাত্রাবাড়ীতে ‘চোর সন্দেহে’ বিআইডব্লিউটিএ কর্মীকে পিটিয়ে হত্যা

প্রতীকী ছবি

 

রাজধানীর যাত্রাবাড়ীতে চোর সন্দেহে আনোয়ার হোসেন বাবু (৪৩) নামে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ–পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) এক কর্মীকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার সকালে উত্তর শরীফপাড়া এলাকার একটি গ্যারেজ থেকে তার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আনোয়ার সদরঘাট কার্যালয়ে ইলেকট্রিশিয়ান পদে চাকরি করতেন।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোর সন্দেহে আনোয়ারকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

পুলিশ জানায়, ভোরে বাসা থেকে বের হয়েছিলেন আনোয়ার। কিছুক্ষণ পর স্থানীয়রা উত্তর শরীফপাড়ার ফারুক মিয়ার গ্যারেজে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

আনোয়ারের ভাই দেলোয়ার হোসেন বলেন, “স্থানীয়দের মাধ্যমে জানতে পারি, আমার ভাইকে রড ও লোহার অ্যাঙ্গেল দিয়ে পেটানো হয়েছে। হাসপাতালে নেওয়ার আগেই সে মারা যায়। চোর সন্দেহে স্থানীয় নিরাপত্তাকর্মীরাই এ কাজ করেছে।”

আনোয়ার হোসেন বাবুর মাদকাসক্তি প্রসঙ্গে তিনি বলেন, “আমার ভাইয়ের কিছুটা মানসিক সমস্যা ছিল, কিন্তু সে মাদকাসক্ত ছিল না।”

ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশে সন্দেহ বা গুজবের ভিত্তিতে গণপিটুনিতে প্রাণহানির ঘটনা বাড়ছে। মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর তথ্যমতে, গত বছরের ৯ আগস্ট থেকে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এমন ঘটনায় ১৫৩ জন নিহত হয়েছেন।

এনএনবাংলা/