রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে অংশ নিতে যাত্রাবাড়ীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে নেতাকর্মীদের বহনকারী সারি সারি গাড়ি প্রবেশ করছে। এতে যাত্রাবাড়ীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কয়েক কিলোমিটারব্যাপী যানজটের সৃষ্টি হয়েছে।
শনিবার (১৯ জুলাই) সকাল থেকে যাত্রাবাড়ীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাজলা, শনির আখড়া, রায়েরবাগ এলাকা ঘুরে এই চিত্র দেখা গেছে।
যাত্রাবাড়ী এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বেশিরভাগই জামায়াতের জাতীয় সমাবেশে অংশগ্রহণকারী নেতাকর্মীদের বহনকারী বাস। বেশিরভাগ বাসের বাম পাশের বডিতে সমাবেশের ব্যানার লাগানো রয়েছে।
এ ছাড়া সমাবেশে অংশ নিতে প্রচুর মাইক্রোবাসও দেখা গেছে। বাসগুলো মেয়র হানিফ ফ্লাইওভার দিয়ে গুলিস্তান হয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছে।

সকাল সোয়া ৯টার দিকে দেখা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট কাজলা, শনির আখড়া, রায়েরবাগ ছাড়িয়ে মাতুয়াইল মেডিকেল এলাকা পর্যন্ত চলে গেছে।
অন্যদিকে ঢাকা থেকে নারায়ণগঞ্জ, চিটাগাং রোড, সোনারগাঁ, মদনপুরসহ আশপাশের বিভিন্ন রুটে চলাচলকারী বাসের সংকট দেখা দিয়েছে।
শনির আখড়া ও রায়েরবাগ বাসস্ট্যান্ডে সব রুটে চলাচলকারী বিপুল সংখ্যক যাত্রীকে বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। টিকিট কাউন্টারে দায়িত্ব পালনকারী কর্মীরা জানিয়েছেন, বেশিরভাগ বাস জামায়াতের সমাবেশে রিজার্ভ নেওয়া হয়েছে। তাই আজকে বাসের সংখ্যা কম।
এনএনবাংলা/আরএম
আরও পড়ুন
জামায়াতের জাতীয় সমাবেশে আমন্ত্রণ পায়নি বিএনপি
ভালো মানুষ না হলে দেশ এবং জাতির উন্নতি সম্ভব না: সেনাপ্রধান
ওমানে বাংলাদেশি খুন, আরেক প্রবাসী গ্রেপ্তার