রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি কার্টন কারখানায় শুক্রবার ভোরে অগ্নিকাণ্ডে পাঁচ লাখ টাকার মালামাল ও যন্ত্রপাতি পুড়ে গেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদরদপ্তরের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) শাহজাহান শিকদার বলেন, আল মদিনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ে ভোর সোয়া ৩টার দিকে আগুন লাগে এবং ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, ‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা ১০ লাখ টাকার জিনিসপত্র ও যন্ত্রপাতি উদ্ধার করতে সক্ষম হয়েছি।’
—ইউএনবি
আরও পড়ুন
‘সরকার-উপদেষ্টারা মাহফুজদের ব্যবহার করে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে’
আ.লীগ নিষিদ্ধ হলেও তাদের ভোটাধিকার নিষিদ্ধ না: ফাওজুল কবির
যুগপৎ কর্মসূচিতে যাচ্ছে জামায়াত-এনসিপিসহ আট দল