January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, April 18th, 2024, 8:37 pm

যাত্রীসেবার মানোন্নয়নে বিমানে ৮৪ জন গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ

যাত্রীসেবার মান ও গ্রাউন্ড হ্যান্ডেলিং সক্ষমতা বাড়াতে ৮৪ জন গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিমানের প্রধান কার্যালয় বলাকায় অ্যাসিস্ট্যান্টদের হাতে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র তুলে দেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম।

শফিউল আজিম বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীসেবার ক্রমাগত উন্নতি ও গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের সক্ষমতা বাড়াতে নতুন নিয়োগ পাওয়া গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নতুন নিয়োগপ্রাপ্তদের সততা, কর্মদক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (গ্রাহক সেবা) মো. মতিউল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে ছিলেন বিমানের অন্যান্য পরিচালকরাসহ বিভিন্নস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।

গত ১ বছরে বিমানের বিভিন্ন পদে ১ হাজার ১০০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও ৫৫০ জনের নিয়োগ প্রক্রিয়াধীন আছে। পাশাপাশি গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের সক্ষমতা বাড়াতে প্রায় ১ হাজার কোটি টাকার যন্ত্রপাতি কেনা হয়েছে।

—–ইউএনবি