March 28, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, March 24th, 2025, 3:18 pm

যাত্রী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠিত

সংবাদদাতা, মাহামুদুল হাসান রাসেল: দেশের যাত্রী অধিকার ও সড়ক নিরাপত্তায় নিয়োজিত সংগঠন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির ২০২৫-২০২৭ মেয়াদের নতুন কেন্দ্রীয় কার্যকরী কমিটি গঠিত হয়েছে।

সম্প্রতি সংগঠনের সাধারণ পরিষদের ৩০ তম সভায় বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক সচিব ড. মোহাম্মদ জকরিয়াকে চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মোহাম্মদ রুহুল আমিনকে ভাইস চেয়ারম্যান, সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ মোজাম্মেল হক চৌধুরীকে মহাসচিব, ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষের সাবেক নির্বাহী পরিচালক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব সৈয়দ আহমদকে সাংগঠনিক সম্পাদক, তরুণ উদ্যোক্তা তাওহিদুল হক লিটনকে যুগ্ম মহাসচিব করে ১১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠিত হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন তরুণ সংগঠক মাহমুদুল হাসান রাসেল অর্থ সম্পাদক, মোহাম্মদ আলাউদ্দিন মাসুদ প্রচার সম্পাদক, শিক্ষাবিদ অধ্যক্ষ রিজু আকতার চৌধুরী দপ্তর সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আরিফ, অধ্যক্ষ রফিকা আফরোজ, বীমাব্যক্তিত্ব ইয়াসমিন আকতার সীমাকে এই কমিটির সদস্য করা হয়েছে।

সভায় বিগত সরকারের সময়ে দেশের বিশৃঙ্খল সড়ক ব্যবস্থা, সড়ক দুর্ঘটনায় প্রানহানী বেপরোয়াভাবে বৃদ্ধি, সড়কে অব্যবস্থাপনা, সড়কের বিভিন্ন প্রকল্পে বেপরোয়া দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকায় তৎকালীন সড়ক মন্ত্রী ওবায়দুল কাদেরের প্রতিহিংসার বশঃবর্তী হয়ে যাত্রী কল্যাণ সমিতির নিবন্ধন বাতিল করায় দীর্ঘদিন যাবৎ নতুন কমিটি করা যায়নি বলে অভিযোগ করা হয়। বর্তমান অন্তবর্তী সরকার দেশের যাত্রীসাধারনের স্বার্থ সুরক্ষায় আবারো যাত্রী কল্যাণ সমিতির নিবন্ধন ফেরত দেওয়ার কার্যক্রম শুরু করায় সরকারের মাননীয় প্রধান উপদেষ্ঠাসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। সভায় সড়ক পরিবহন আইন, নৌ-আইন, রেল আইন সংশোধন করে যাত্রীসাধারনের প্রতিনিধিত্ব নিশ্চিত করা, যাত্রীসাধারনের জন্য গণপরিবহনের ভাড়া নির্ধারণ, সিলিং নির্ধারণ, সুযোগ সুবিধা নির্ধারণের প্রতিটি স্তরে যাত্রী কল্যাণ সমিতির মতামত ও অংশগ্রহন নিশ্চিত করার দাবী জানানো হয়।