December 21, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 13th, 2025, 4:15 pm

যাত্রী না থাকায় অর্ধেকে নেমে গেছে দূরপাল্লার বাস চলাচল

 

রাজধানীর মহাখালী বাস টার্মিনালে দূরপাল্লার বাস চলাচল অর্ধেকে নেমে এসেছে। সকালে কিছু বাস ছেড়ে গেলেও স্বাভাবিক দিনের তুলনায় যাত্রী সংখ্যা কমে গেছে উল্লেখযোগ্যভাবে। ফলে বাধ্য হয়ে কম বাস চালাচ্ছেন পরিবহন মালিকরা।

সরেজমিনে দেখা গেছে, অনেক বাস অর্ধেক আসন ফাঁকা রেখেই গন্তব্যে রওনা হচ্ছে। ইউনাইটেড ট্রান্সপোর্টের কাউন্টার মাস্টার সালাউদ্দিন সিকদার বলেন, “সকাল থেকেই বাস চলছে, কিন্তু সব ট্রিপ চালানো যাচ্ছে না। ১৫-২০ জন যাত্রী পেলেই একটা বাস ছাড়তে হচ্ছে। এতে আর্থিকভাবে আমরা বিপাকে পড়েছি।”

একই অবস্থা উজান ভাটি পরিবহন এরও। ঢাকা-কিশোরগঞ্জ রুটে কাউন্টার মাস্টার মো. লিটন জানান, “অন্যান্য দিনে দুপুর ১টার মধ্যে ১৪টি বাস ছেড়ে যায়, আজ গেছে মাত্র ৮টি। তাও অর্ধেকের কম যাত্রী নিয়ে। এতে বোঝা যাচ্ছে মানুষের মধ্যে কিছুটা হলেও আতঙ্ক বিরাজ করছে।”

বিলাস পরিবহন এর এক যাত্রী বলেন, “বাস পেয়েছি ঠিকই, কিন্তু ছাড়তে দেরি হচ্ছে অনেক।” অন্যদিকে এস আর ট্রাভেলস এর সুপারভাইজার নাজমুল হাসান জানান, “উত্তরবঙ্গ থেকে বাস কম আসছে, তাই এখান থেকেও বাস ছাড়ছে কম। সাধারণ দিনে দুপুর পর্যন্ত ১১টা বাস ছাড়লেও আজ গেছে ৬টি।”

একই রুটে চলাচল করা শাহ ফতেহ আলী পরিবহনের কাউন্টার মাস্টার মিজানুর রহমান বলেন, “বৃহস্পতিবার সাধারণত যাত্রীর চাপ বেশি থাকে। কিন্তু আজ তিন ভাগের একভাগ বাস ছাড়তে পেরেছি। আশা করছি সন্ধ্যার পর পরিস্থিতি কিছুটা উন্নতি হবে।”

এনএনবাংলা/