October 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 19th, 2025, 6:51 pm

যাদের আপন ভেবে দরজা খুলে দিই, তারা আসলে বিষধর সাপ: পূর্ণিমা

 

এক সময়ের চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমার ব্যস্ততা কমেছে সিনে পাড়ায়। টিভি মিডিয়া, টিভিসিতেও মাঝেমধ্যে দেখা মেলে এই গ্ল্যামারাস নায়িকার। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে তার নতুন কোনো ছবি বা লেখা নিয়ে ভক্ত-অনুরাগীদের আগ্রহ থাকে বেশি। আজ আক্ষেপভরা এক স্ট্যাটাস দিয়ে দিনভর আলোচনায় জনপ্রিয় এই অভিনেত্রী।

রোববার (১৯ অক্টোবর) ব্যক্তিগত ফেসবুক পেজে পূর্ণিমা লিখেছেন, ‘যাদের আপন ভেবে দরজা খুলে দিই, তারা আসলে বিষধর সাপ। প্রয়োজনে বন্ধুর মুখোশ পরে পাশে ঘোরে, আর সুযোগ পেলেই বিষ ঢেলে দেয় আমাদের স্বপ্নে, আমাদের জীবনে।’

পোস্টটিতে পূর্ণিমা আরও লিখেন , ‘যখন মানুষ জীবনের সাফল্যের শিখরে পৌঁছায়, তখন কিছু মানুষ মৌমাছির মতো চারপাশে গুনগুন করে ঘুরতে থাকে। প্রশংসার ফুলঝুরি ঝরিয়ে তারা সান্নিধ্যের ভান করে। কিন্তু সময় খারাপ হলে, ঠিক মৌমাছির মতোই উড়ে যায় অন্য ফুলের দিকে।’

পোস্টের শেষ অংশে পূর্ণিমা লিখেন, ‘মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ।’

অভিনেত্রীর এই রূপকভাষা ও কাব্যিক আক্ষেপ অনেকের মন ছুঁয়েছে। কেউ লিখেছেন, ‘পূর্ণিমা আপু ঠিকই বলেছেন, এই কথাগুলো আজকের বাস্তবতা।’ কেউ আবার মন্তব্য করেছেন, ‘এ যেন আমাদের সবার জীবনের গল্প।’

এনএনবাংলা/