July 6, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, July 6th, 2025, 11:01 am

যাদের জামানত বাজেয়াপ্ত হবে তারাই পিআর নির্বাচন চায়: সালাহউদ্দিন

সালাহউদ্দিন আহমদ/ ফাইল ফটো

 

জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হলে যাদের জামানত বাজেয়াপ্ত হতে পারে তারাই সংখ্যানুপাতিক হারে বা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, সম্প্রতি সোহরাওয়ার্দী উদ্যানে কয়েকটি দল সমাবেশ করে বলেছে তারা নিম্নকক্ষ ও উচ্চকক্ষেও আনুপাতিক হারে নির্বাচন চায়। যারা চরের দল, হাসিনাকে হাতপাখা দিয়ে বাতাস করেছে তারাও দেখি আনুপাতিক হারে নির্বাচন চায়।

গতকাল শনিবার (৫ জুলাই) দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

এনসিপি নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন, চেতনার কথা শেখ মুজিব ও হাসিনাও বলত। এই চেতনার কথা বলবেন না, চেতনা বিক্রি করবেন না। জুলাইয়ের অংশীদার শুধু আপনারা একা নন। বিএনপির নেতাকর্মীদের অবদান ভুলে গেলে চলবে না।

সালাহউদ্দিন আহমদ বলেন, সংস্কার ও বিচারের নামে টালবাহানা করে বিনা ভোটে যারা ক্ষমতা দীর্ঘায়িত করবে তাদের স্বপ্ন দুঃস্বপ্ন থেকে যাবে। নির্বাচনের জন্য যেসব সংস্কার প্রয়োজন তা করে নির্বাচন দিন।

বিএনপির এই নেতা আভিযোগ করেন, আওয়ামী দোসর হিসেবে পরিচিতরাও এখন সংস্কার কমিশনে গিয়ে বড় বড় কথা বলে, খায়-দায় সন্ধ্যায় চলে যায়। আর ছাত্রদের একটি দল বারবার বলছে নির্বাচন করব না। কীভাবে তারা নির্বাচন করবে তা বললে তো পরামর্শ দেওয়া যাবে।

এনএনবাংলা/আরএম