March 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, March 3rd, 2025, 12:52 pm

যাদের হাতে উঠল ৯৭তম অস্কার পুরষ্কার

যাদের হাতে উঠল ৯৭তম অস্কার পুরষ্কারছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক:
লস অ্যাঞ্জেলসে হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে আজ সোমবার (৩ মার্চ) চোখধাঁধানো আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হয় ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডের। যেখানে সেরা অভিনেতার পুরস্কার ওঠে অ্যাড্রিয়েন ব্রডির হাতে। ‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমায় অভিনয়ের জন্য এ পুরস্কার পান তিনি। এ ছাড়া মার্কিন অভিনেত্রী মাইকি ম্যাডিসন ‘আনোরা’ সিনেমার জন্য জিতেছেন সেরা অভিনেত্রীর পুরষ্কার। সেরা চলচ্চিত্রের পুরষ্কারও ঘরে তুলেছে এই সিনেমাটি। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কনান ও’ব্রায়েন। খবর: বিবিসি

নিচে ২০২৫ সালের অস্কার বিজয়ীদের সম্পূর্ণ তালিকা :

সেরা সহ-অভিনেতা: ‘এ রিয়েল পেইন’ সিনেমার জন্য কিয়েরেন কালকিন

সেরা অ্যানিমেটেড ফিচার: ফ্লো

সেরা অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: ইন দ্য শ্যাডো অব দ্য সাইপ্রেস

সেরা পোশাক পরিকল্পনা: ‘উইকেড’ সিনেমার জন্য পল ট্যাজওয়েল

সেরা মৌলিক চিত্রনাট্য: ‘আনোরা’ সিনেমার জন্য শন বেকার

সেরা রূপান্তরিত চিত্রনাট্য: ‘কনক্লেভ’ সিনেমার জন্য পিটার স্ট্রন

সেরা মেকআপ: ‘দ্য সাবস্টেন্স’ সিনেমার জন্য পিয়ের-অলিভিয়ের পারসিন, স্টেফানি গুইলন ও মেরিলিন স্কার্সেলি

সেরা সম্পাদনা: ‘আনোরা’ সিনেমার জন্য শন বেকার

সেরা সহ-অভিনেত্রী: ‘এমিলিয়া পেরেজ’ সিনেমার জন্য জোয়ি সালদানা

সেরা প্রোডাকশন ডিজাইন: ‘উইকেড’ সিনেমার জন্য নাথান ক্রাউলি ও লি স্যান্ডেলস

সেরা মৌলিক গান: ‘এমিলিয়া পেরেজ’ সিনেমার গান ‘এল মাল’

সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র: দ্য অনলি গার্ল ইন দ্যা অর্কেস্ট্রা

সেরা প্রামাণ্য চলচ্চিত্র: নো আদার ল্যান্ড

সেরা শব্দ পরিকল্পনা: ডুন ২

সেরা ভিজ্যুয়াল ইফেক্টস: ডুন ২

সেরা স্বল্পদৈর্ঘ্য লাইভ-অ্যাকশন চলচ্চিত্র: আই এম নট এ রোবোট

সেরা চিত্রগ্রহণ: ‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমার জন্য লল ক্রাউলি

সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র: আই এম স্টিল হিয়ার (ব্রাজিল)

সেরা মৌলিক সঙ্গীত: ‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমার জন্য ড্যানিয়েল ব্লামবার্গ

সেরা অভিনেতা: ‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমার জন্য অ্যাড্রিয়েন ব্রডি

সেরা পরিচালক: ‘আনোরা’ সিনেমার জন্য শন বেকার

সেরা অভিনেত্রী: ‘আনোরা’ সিনেমার জন্য মাইকি ম্যাডিসন

সেরা চলচ্চিত্র: ‘আনোরা’