October 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 8th, 2025, 2:35 pm

যানজটে আটকা গাড়ি, বাধ্য হয়ে মোটরসাইকেলে চড়লেন সড়ক উপদেষ্টা

 

ঢাকা-সিলেট মহাসড়কের ভয়াবহ যানজট ও বেহাল অবস্থা পরিদর্শনে গিয়ে নিজেই তীব্র যানজটে পড়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। শেষ পর্যন্ত বাধ্য হয়ে তিনি মোটরসাইকেলে চড়ে গন্তব্যে রওনা দেন।

বুধবার (৮ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে তিনি আশুগঞ্জ থেকে যাত্রা শুরু করেন। প্রায় দুই ঘণ্টা পর, দুপুর ১টার দিকে তিনি বিশ্বরোড মোড়ে পৌঁছান। আট থেকে দশটি মোটরসাইকেলের বহর নিয়ে তিনি বিশ্বরোড নামেন, যদিও তার গাড়িবহর তখনও আশুগঞ্জ এলাকায় আটকা পড়ে ছিল। তিনি বাহাদুরপুর এলাকা থেকেই মোটরসাইকেলে উঠেন বলে জানা গেছে।

দিনের শুরুতে উপদেষ্টা মহানগর প্রভাতী ট্রেনে করে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে নামেন। এরপর সড়ক পথে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে যাত্রা করেন এবং আশুগঞ্জের হোটেল উজানভাটিতে কিছু সময় অবস্থান করেন। সেখান থেকে রওনা হলে বাহাদুরপুর এলাকায় দীর্ঘ যানজটে আটকা পড়েন তিনি।

উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, পুলিশ সুপার এহতেশামুল হক এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আশুগঞ্জ থেকে বিশ্বরোড মোড় পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়ক সাধারণত ৩০ মিনিটে অতিক্রম করা যায়। তবে কয়েক মাস ধরে সড়কের বেহাল অবস্থার কারণে এ পথ পাড়ি দিতে এখন সময় লাগছে ঘণ্টার পর ঘণ্টা। এতে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।

আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত প্রায় ৫১ কিলোমিটার সড়ক চারলেন উন্নীত করার প্রকল্পের কাজ চলছে ধীরগতিতে। সংস্কারের অভাবে আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল-বিশ্বরোড পর্যন্ত ১২ কিলোমিটার এলাকায় অসংখ্য গর্ত তৈরি হয়েছে। ফলে যানজট ও ধীরগতির কারণে এ অংশ পাড়ি দিতে সময় লাগছে ৪ থেকে ৬ ঘণ্টা। বৃষ্টি হলে পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়ে।

উপদেষ্টার এই পরিদর্শনকে সামনে রেখে গত রবিবার থেকেই মহাসড়কের খানাখন্দ ভরাটের কাজ শুরু হয়। এক পাশ বন্ধ রেখে সংস্কার কাজ চলায় গত তিন দিন ধরে মহাসড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। বুধবার সকাল থেকে যানজট পরিস্থিতি আরও গুরুতর আকার ধারণ করে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম জানান, উপদেষ্টা মহোদয় আশুগঞ্জ থেকে সরাইলের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথে আশুগঞ্জের মৈত্রী স্তম্ভ এলাকায় তিনি যানজটে আটকা পড়েন।

এনএনবাংলা/