August 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 11th, 2025, 3:58 pm

যান্ত্রিক ত্রুটিতে ২৬২ যাত্রী নিয়ে রোমে আটকা বিমানের ড্রিমলাইনার, লন্ডন থেকে আনা হচ্ছে যন্ত্রাংশ

 

যান্ত্রিক ত্রুটির কারণে ইতালি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকাগামী একটি ফ্লাইট (বিজি ৩৫৬) বাতিল করা হয়েছে।

ডানার ফ্ল্যাপ নষ্ট হওয়ায় ২৬২ যাত্রী নিয়ে রোমে আটকা পড়েছে বিমানের ড্রিমলাইনার উড়োজাহাজটি।

স্থানীয় সময় ১০ আগস্ট সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি ফিউমিসিনো বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে উড্ডয়নের কথা ছিল। বর্তমানে উড়োজাহাজটি গ্রাউন্ডেড অবস্থায় বিমানবন্দরে রয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, উড্ডয়নের পূর্ণ প্রস্তুতি সম্পন্ন হলেও শেষ মুহূর্তে বোয়িং-৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজটির ডানার ফ্ল্যাপ কাজ না করায় ফ্লাইটটি বাতিল করতে হয়। তাৎক্ষণিকভাবে সমস্যাটি সমাধান করা সম্ভব না হওয়ায় উড়োজাহাজটি গ্রাউন্ডেড রাখা হয়েছে।

নির্ধারিত সময়ের ফ্লাইট উড্ডয়নের ঠিক আগে ড্রিমলাইনারের ক্রুরা ফ্লাইটের যাত্রীদের জানান, ফ্লাইটটি যান্ত্রিক ত্রুটির কারণে আপাতত ছাড়তে পারবে না। প্রায় তিন ঘণ্টা অনিশ্চয়তায় থাকার পর যাত্রীদের হোটেলে নেওয়ার ব্যবস্থা করা হয়।

জানা গেছে, ওই ফ্লাইটে মোট যাত্রী রয়েছেন ২৬২ জন। এর মধ্যে ১৫ জন বিজনেস ক্লাসের এবং ২৪৭ জন ইকোনমি ক্লাসের। যাত্রী ও ক্রু সবাইকে হোটেলে রাখা হয়েছে।

এদিকে বিমানটির ডানার ফ্ল্যাপ মেরামতে যে প্রয়োজনীয় যন্ত্রাংশ দরকার তা রোমের মিলানে নেই। পরে লন্ডনে বোয়িংয়ের কাছ থেকে ওই যন্ত্রাংশ সংগ্রহ করা হয়। এরই মধ্যে ওই যন্ত্রাংশ রোমে আনা হচ্ছে বলে জানা গেছে।

বিমানের জিএম (পিআর) এ বি এম রওশন কবির এসব তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, আশা করা হচ্ছে স্পেয়ার পার্টস সন্ধ্যার মধ্যে বিমানটির কাছে পৌঁছাবে। তারপর মেরামত শেষে জানা যাবে কখন বা কবে বিমানটি উড্ডয়ন করবে।

এনএনবাংলা/আরএম