অনলাইন ডেস্ক :
তুরস্কের ইস্তানবুলে হয়ে গেল ২০২২-২৩ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্র। একই গ্রুপে পড়েছে ছয়বারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ, পাঁচ বারের চ্যাম্পিয়ন বার্সেলোনা ও তিনবারের চ্যাম্পিয়ন ইন্টার মিলান। গ্রুপ জি’তে পড়েছে মেসি-নেইমার-এমবাপ্পের পিএসজি। গ্রুপ পর্বে পিএসজির প্রতিপক্ষরা হলো- জুভেন্টাস, বেনফিকা, ম্যাকাবি হাইফা। ড্রয়ের জন্য চারটি পট নির্ধারণ হয়েছিল। ইউরোপের শীর্ষ ছয়টি লিগের চ্যাম্পিয়নের সঙ্গে চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগের শিরোপাধারী ছিল এক নম্বর পটে। রিয়াল চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা- দুটোতেই চ্যাম্পিয়ন হওয়ায় এই পটে জায়গা পেয়েছে ডাচ লিগের সেরা আয়াক্স। দুই থেকে চার নম্বর পট নির্ধারিত হয়েছে উয়েফার ক্লাব কোএফিশিয়েন্ট র্যাঙ্কিং মেনে। ৬ ও ৭ সেপ্টেম্বর মঙ্গলবার ও বুধবার শুরু হবে গ্রুপের প্রথম ধাপ। গ্রুপ পর্বের খেলা হবে মোট ছয় সপ্তাহ। শেষ ধাপ হবে ১ ও ৯ নভেম্বর মঙ্গলবার ও বুধবার।
আরও পড়ুন
বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ
মুখোমুখি হচ্ছেন সাকিব-তামিম
চ্যাম্পিয়নস ট্রফির জার্সিতে ‘পাকিস্তান’ লেখা নিয়ে আপত্তি ভারতের, খেপেছে পিসিবি