বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি:
বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে তৃনমুলের কোন রাস্তা-ঘাট কাঁচা থাকবে না। কেউ গৃহহীন ও না খেয়ে থাকবে না। এটা আমার কথা নয় আমাদের নেতা আগামীর রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমানের কথা। সরকারের মদপুষ্ট একটা নতুন দল (এনসিপি) হয়েছে। তারা একেক সময় একেক কথা বলে। তাদের নেতারা কিছু দিন আগেও গ্রামে বাই-সাইকেলে চলা ফেরা করতো। এখন তারা পাজেরো জিপে ঘুরে বেড়ায় আর বিএনপিকে চাঁদাবাজ ইঙ্গিত করে বক্তব্য দেয়। আমি তাদেরকে বলে দিতে চাই বিএনপি চাঁদাবাজি করে না, বিএনপি চাঁদাবাজ প্রশ্রয় দেয় না”। শনিবার(১৬ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে বাবুগঞ্জ উপজেলা বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। একটি পক্ষ সংস্কারের অযুহাতে নির্বাচন পিছাতে চায়, তারা বিনা নির্বাচনে ক্ষমতায় থাকতে চায়। যারা নির্বাচন চায় না তারা গনতন্ত্রে বিশ্বাস করে না। সংস্কার ও বিচার কাজ একটি চলমান প্রক্রিয়া। যা নির্বাচিত সরকার এসে করবে। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে। নির্বাচনের কোন বিকল্প নেই। ষড়যন্ত্র মোকাবেলায় দেশের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এসময় তিনি বাবুগঞ্জের দুটি ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি করার তাগিদ দেয়”। বাবুগঞ্জ উপজেলার বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান, সদস্য সচিব এ্যাডভোকেট আবুল কালাম শাহিন, উপজেলার বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স, জেলা বিএনপির সদস্য এ্যাডভোকেট নাজিম উদ্দিন আহমেদ পান্না। সভায় বাবুগঞ্জ উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান শিমুল সিকদার ও সদস্য দুলাল চন্দ্র সাহার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলার বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামসুল আলম ফকির, আব্দুল করিম হাওলাদার, বরিশাল মহিলা দলের সভাপতি রেশমা রহমান, যুবদলের আহ্বায়ক রাকিবুল হাসান খান রাকিব , সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রাফিল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কালাম বিশ্বাস,শ্রমিক দলের সভাপতি ফরিদ উদ্দিন, চাঁদপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন স্বপন, দেহেরগতি ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান ফারুক, মাধবপাশা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক অহিদুল ইসলাম খান, আগরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক সিকদার, কেদারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হাওলাদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিক আল আমিন, সদস্য সচিব ইয়াসির আরাফাত মৃধা প্রমুখ। উপজেলা বিএনপির কর্মীসভা উপজেলার ৬ ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীদের উপস্থিতিতে সমাবেশে পরিণত হয়। কর্মী সভা শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদাজিয়ার ৮১ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বার্তাপ্রেরক॥ মোঃ আল-আমিন
বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি
আরও পড়ুন
বিকেএসপি’তে আমন্ত্রণমূলক আন্তর্জাতিক বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের শুভ উদ্বোধন
অসহায় তিন নারীর মুখে ফুটল আশার হাসি — প্রতিশ্রুতি রাখলেন কায়কোবাদ
টাঙ্গাইলে ব্যাটারি রিকশার দাপট: বাড়ছে দুর্ঘটনা ও যানজট