অনলাইন ডেস্ক :
৯০ দশকের জনপ্রিয় ভিডিও গেম টেট্রিস। জনপ্রিয় এই গেমটি খেলেনি তরুণ প্রজন্মের কেউ এমন মানুষ খুব কমই আছে। ১৯৮৮ সালে এই ভিডিও গেমটি বাজারজাত করে নিনতেনদো কোম্পানি। এই গেমের সর্বোচ্চ পয়েন্ট ৯ লাখ ৯৯ হাজার ৯৯৯। তবে, দীর্ঘ ৪০ বছরেও সেই পয়েন্টে পৌঁছাতে পারেনি কোনো মানুষ। কিন্তু, এবার সেই পয়েন্টে পৌঁছেছে ১৩ বছর বয়সী এক ছেলে। গেমটির সব রেকর্ড ভেঙে দিয়েছে এই ছেলেটি। বুধবার (৩ জানুয়ারী) এ তথ্য জানিয়েছে টেকস্পট নামের একটি গণমাধ্যম।
প্রতিবেদনে গণমাধ্যমটি জানায়, টেট্রিস গেমটি এমনভাবে ডিজাইন করা যাতে কেউ জিততে না পারে। এমনকি, প্রায় ৪০ বছর ধরে কেউ গেমটির সব লেভেল শেষ করে সর্বোচ্চ পয়েন্টে পৌঁছাতে পারেনি। মানুষের ধারণা ছিল, এটির ডিজাইন এমনভাবে তৈরি যাতে খেলোয়াড় হারবেই। তবে কৃত্রিম বুদ্ধিমত্ত্বার সাহায্য নিয়ে একবার পৌঁছানো যায় সর্বোচ্চ পর্যায়ে। পেশাদার টেট্রিস খোলোয়াড়রাও সর্বোচ্চ লেভেলে পৌঁছেও হেরে গেছে। গেমটি চালুর প্রায় তিন দশক পরে পেশাদার টেট্রিস খোলোয়াড় যুক্তরাষ্ট্রের ওকলাহোমার উইলস ব্লু স্কুটি গিবসন নামের ওই ছেলেটি টেট্রিসের সর্বোচ্চ লেভেলে পৌঁছে এবং গেমটির কোডের শেষ পর্যায়ে চলে যায়।
টেকস্পট বলছে, ঐতিহ্যগত গেমগুলোতে শেষ থাকলেও টেট্রিসে তেমনটি নেই। এটি এমনভাবে ডিজাইন করা যাতে খেলোয়াড়দের হারতেই হবে। তবে, ১৩ বছর বয়সী ওই খেলোয়াড় গেমটির সবশেষ পর্যায়ে গেছে। এ-সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেছে পেশাদার টেট্রিস খেলোয়াড়দের কমিনিউটি এগেমস্কাউট। টেট্রিস গেমের সবশেষ লেভেল ৩০। তবে, ২৯ লেভেলেই গেমের পাজলগুলো দ্রুত পড়ে যায়। এমনকি, এনইএস কন্ট্রোলার দিয়ে সরানোর আগেই পাজল পড়ে যায়। তবে, গিবসন ৩০তম লেভেলে পৌঁছেছে।
আরও পড়ুন
সেন্ট্রাল এশিয়া ভলিবল টুর্নামেন্টে বাংলাদেশের লক্ষ্য শিরোপা
২৪ ঘণ্টা পর গাজায় ত্রাণের প্রবেশ থেকে বাধা তুলে নিলো ইসরায়েল
আন্তর্জাতিক পর্নো সাইটে ভিডিও প্রকাশ: বাংলাদেশি দম্পতি গ্রেপ্তার