অনলাইন ডেস্ক :
ঋষি সুনাক ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার সুনাক প্রথম অশ্বেতাঙ্গ প্রধানমন্ত্রী হিসেবে বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করেন।
এর আগে তার পূর্বসূরী লিজ ট্রাস পদত্যাগ করেন।
২০০ বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বকনিষ্ঠ ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেসে নির্বাচিত হয়েছেন ৪২ বছর বয়সী সুনাক।
অবিলম্বে তিনি একটি মন্ত্রিসভা গঠন করবেন এবং মন্দার দিকে ধাবিত অর্থনীতিকে পুনরুদ্ধারে অবদান রাখবেন বলে আশা করা হচ্ছে।
এই বছর তৃতীয় কনজারভেটিভ প্রধানমন্ত্রী হিসেবে তিনি শাসক দলকে একত্র করার চেষ্টা করবেন।
লিজ ট্রাসের সংক্ষিপ্ত মেয়াদের পরে সোমবার সুনাককে গভর্নিং কনজারভেটিভ পার্টির নেতা হিসাবে নির্বাচন করা হয়।
আরও পড়ুন
মাল্টার নাগরিকত্ব চেয়েও পাননি তারিক সিদ্দিকের স্ত্রী-মেয়ে
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও