সিংহাসনে আরোহণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার যুক্তরাজ্যের নতুন রাজা তৃতীয় চার্লসকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে একটি সাক্ষরিত চিঠিতে তিনি বলেন:
‘আমি আত্মবিশ্বাসী যে আপনার দূরদর্শী শাসনাকার্যে, যুক্তরাজ্যের জনগণ আপনার প্রিয় মা প্রয়াত মহামান্য রানি দ্বিতীয় এলিজাবেথের উত্তরাধিকারের ওপর ভিত্তি করে একটি চির-উন্নত ভবিষ্যৎ উপভোগ করতে থাকবে।’
এসময় প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার বন্ধুত্ব ও সহযোগিতাকে আরও জোরদার করতে এবং কমনওয়েলথকে কাঙ্ক্ষিত পথে পরিচালিত করতে রাজাকে তার আন্তরিক সমর্থন জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজার সহধর্মিনী, কুইন কনসর্ট এবং রাজপরিবারের সকলের মঙ্গলময় স্বাস্থ্য, সুখ ও দীর্ঘায়ু কামনা করেন এবং যুক্তরাজ্যের বন্ধুবাৎসল জনগণের জন্য অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
—ইউএনবি
আরও পড়ুন
মাসুদা ভাট্টির বিষয়ে রাষ্ট্রপতিকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রতিবেদন
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও
বিশেষ আদালতের এজলাস কক্ষ ভোর বেলায় আগুনে পুড়ে গেছে