তিন বছর আগে যুক্তরাজ্যের হারোগেট শহর থেকে চুরি যাওয়া একটি রেঞ্জ রোভার স্পোর্ট গাড়ি পাকিস্তানের করাচিতে পাওয়া গেছে। গাড়িটির অনবোর্ড ট্র্যাকিং সিস্টেম থেকে পাওয়া সংকেতের মাধ্যমে বিষয়টি শনাক্ত হয় বলে জানিয়েছে দ্য টাইমস।
ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের নভেম্বরে নর্থ ইয়র্কশায়ারের হারোগেট শহর থেকে ‘এমকে ৭০ ওকেডব্লিউ’ নম্বরযুক্ত কালো রঙের রেঞ্জ রোভারটি চুরি হয়েছিল। দীর্ঘ তিন বছর পর, চলতি বছরের ফেব্রুয়ারিতে করাচির সদর এলাকায় প্রায় ৬ হাজার ৮০০ কিলোমিটার দূরে গাড়িটির অবস্থান শনাক্ত করা হয়।
ইন্টারপোলের অনুরোধে পাকিস্তানের পুলিশ এখন গাড়িটি উদ্ধারে পদক্ষেপ নিচ্ছে। পাকিস্তানের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) জানিয়েছে, যুক্তরাজ্যের কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে সহায়তা চেয়ে তাদের কাছে আবেদন পাঠিয়েছে।
করাচি পুলিশের অ্যান্টি-কার লিফটিং সেলের প্রধান আমজাদ আহমেদ শেখ আরব নিউজকে বলেন, আমরা ইন্টারপোলের কাছ থেকে একটি চিঠি পেয়েছি, যেখানে যুক্তরাজ্য থেকে চুরি হওয়া গাড়ি উদ্ধারে সহযোগিতা চাওয়া হয়েছে। তাদের দেওয়া অবস্থান ফেব্রুয়ারি মাসের হওয়ায় আমরা আপডেট তথ্য চাইছি। নতুন অবস্থান নিশ্চিত হলে অভিযান চালিয়ে গাড়িটি উদ্ধার করা হবে।
গাড়িটির প্রকৃত মালিকের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। তবে এটি ইতোমধ্যে ইন্টারপোলের বৈশ্বিক চুরি হওয়া গাড়ির ডেটাবেইসে তালিকাভুক্ত। ম্যানচেস্টার পুলিশ ট্র্যাকিং সিগন্যাল শনাক্ত করার পর পাকিস্তানের ইন্টারপোল শাখাকে বিষয়টি জানায়।
এর আগে ২০২২ সালে লন্ডন থেকে প্রায় দুই লাখ পাউন্ড মূল্যের একটি বেন্টলি মুলসান গাড়ি করাচি থেকে উদ্ধার করা হয়েছিল। ব্রিটিশ গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে পাকিস্তানি পুলিশ করাচির এক অভিজাত এলাকার গ্যারেজ থেকে গাড়িটি জব্দ করে। সেটিতে পাকিস্তানি জাল নম্বরপ্লেট লাগানো থাকলেও চেসিস নম্বর যাচাইয়ে প্রমাণ মেলে যে এটি যুক্তরাজ্য থেকে চুরি হওয়া গাড়ি।
ধারণা করা হচ্ছে, যুক্তরাজ্য থেকে দক্ষিণ এশিয়া পর্যন্ত গাড়ি চুরির একটি আন্তর্জাতিক চক্র সক্রিয় রয়েছে। এ ধরনের আন্তঃদেশীয় অপরাধ দমনে ইন্টারপোল বিভিন্ন দেশের মধ্যে সমন্বয় জোরদারে কাজ করছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
ভূমিকম্পে সচিবালয়ের নতুন ভবনে ফাটল
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
রাজধানীতে ৩০০ ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা হয়েছে: রাজউক চেয়ারম্যান