মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের যুক্তরাজ্যে থাকা সম্পদের ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।
মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের প্রধান আজম বাকি মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) জানান, মাহাথির মোহাম্মদের যুক্তরাজ্যে থাকা সম্পদের ব্যাপারে তদন্ত চলছে। গত বছর তার দুই ছেলে সম্পদের বিবরণী জমা না করায় তাদের বিরুদ্ধেও তদন্ত শুরু হয়।
মাহাথিরের দুই ছেলে মোট ১.২ বিলিয়ন রিঙ্গিত (২৮৪ মিলিয়ন ডলার) সম্পদ ঘোষণা করেছেন। তবে যুক্তরাজ্যে সম্পদের কথা অস্বীকার করেছেন। দুর্নীতি দমন কমিশন যুক্তরাজ্যের সম্পদের সঙ্গে মাহাথির মোহাম্মদের সম্পৃক্ততা খতিয়ে দেখছে।
এই তদন্ত প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ইচ্ছায় হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মাহাথির ও আনোয়ারের দ্বন্দ্ব দীর্ঘদিনের। ১৯৯৮ সালে মাহাথির আনোয়ারকে ডেপুটি পদ থেকে বরখাস্ত করেন এবং পরে আনোয়ার দুর্নীতি মামলায় দণ্ডিত হন।
এনএনবাংলা/
আরও পড়ুন
শাহবাগে ছাত্রদল ও শিবির সমর্থকদের পাল্টাপাল্টি স্লোগান-মিছিল
কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল
ঢাবি ভিসিকে ‘জামায়াতি প্রশাসন’ আখ্যা দিল ছাত্রদল