December 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 24th, 2024, 9:07 pm

যুক্তরাজ্যে যুক্তরাষ্ট্রের তিন বিমানঘাঁটির ওপর রহস্যময় ড্রোন শনাক্ত

অনলাইন ডেস্ক:

যুক্তরাজ্যে যুক্তরাষ্ট্রের তিনটি বিমানঘাঁটির ওপর ও আশপাশের এলাকায় একাধিক ছোট মানুষবিহীন বিমান বা ড্রোন দেখা গেছে। যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী (ইউএসএএফ) এসব তথ্য নিশ্চিত করেছে।

বিমানঘাঁটিগুলো হলো সাফোক কাউন্টির আরএএফ লাকেনহিথ, আরএএফ মিলডেনহল এবং পার্শ্ববর্তী কাউন্টি নরফোকের আরএএফ ফেল্টওয়েল। গত বুধ ও শুক্রবারের মধ্যে এসব বিমানঘাঁটির ওপর ও আশপাশের এলাকায় ড্রোনগুলো দেখা যায়।

এসব ড্রোন নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে ইউএসএএফ।

এসব ড্রোনের মোকাবিলায় কোনো ধরনের প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করা হয়েছি কি না, তা জানাতে অস্বীকৃতি জানিয়েছে ইউএসএএফ। তবে নিজেদের স্থাপনা ‘রক্ষার অধিকার’ তাদের রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী।

ইউরোপে ইউএসএএফের এক মুখপাত্র বলেছেন, ‘আরএএফ লাকেনহিথ, আরএএফ মিলডেনহল এবং আরএএফ ফেল্টওয়েলের আশপাশের এলাকা ও ওপরে ছোট মানুষবিহীন বিমান (ইউএএস) দেখা গেছে, এ কথা আমরা নিশ্চিত করতে পারি।’

যুক্তরাষ্ট্রের এই মুখপাত্র আরও বলেন, ‘ইউএএসগুলো (ড্রোন) নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। স্থাপনার (বিমানঘাঁটির) নেতারা নিশ্চিত করেছেন, (ড্রোনের) অনুপ্রবেশের কারণে ঘাঁটির বাসিন্দা বা গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোর কোনো ক্ষতি হয়নি। আমরা আমাদের আকাশসীমায় পর্যবেক্ষণ অব্যাহত রাখব। ঘাঁটির কর্মকর্তা-কর্মী, অবকাঠামো এবং সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা স্বাগতিক দেশের কর্তৃপক্ষ ও মিশন অংশীদারদের সঙ্গে কাজ করছি।’

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, ‘আমরা এসব হুমকিকে গুরুত্বের সঙ্গে নিয়েছি। এসব ঘাঁটির সুরক্ষা নিশ্চিত করতে শক্তিশালী ব্যবস্থা নিয়েছি।’