যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের জন্য বড় ধরনের নীতি পরিবর্তন আসছে। নতুন পরিকল্পনা অনুযায়ী, দেশটিতে আশ্রয় নেওয়ার পর কমপক্ষে ২০ বছর না হলে কেউ স্থায়ী বসবাসের আবেদন করতে পারবেন না।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার নীতিটির আনুষ্ঠানিক ঘোষণা দেবেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। বর্তমানে শরণার্থীদের প্রথমে ৫ বছরের জন্য অনুমতি দেওয়া হয়, এরপরই স্থায়ী বসবাসের জন্য আবেদন করা যায়।
সরকারের দাবি, সাগরপথে অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশের প্রবণতা কমানোর লক্ষ্যে এই কঠোর পরিবর্তন আনা হচ্ছে।
নতুন নীতিতে—প্রথমে সাময়িক বসবাসের ভিসা দেওয়া হবে, যেখানে ভিসার মেয়াদ ৫ বছর থেকে কমিয়ে আড়াই বছর করা হবে। প্রতি আড়াই বছর পর শরণার্থীর দেশে ফেরত যাওয়ার পরিস্থিতি পর্যালোচনা করা হবে। কারো মাতৃভূমিকে ‘নিরাপদ’ মনে হলে তাকে ফিরে যেতে বলা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ সানডে টাইমসকে বলেন, “মানুষকে বার্তা দেওয়ার জন্যই এই সংস্কার প্রয়োজন। এখন উদ্যোগ না নিলে দেশে আরও বিভাজন সৃষ্টি হবে।”
যুক্তরাজ্যের এই নতুন নীতির অনুপ্রেরণা এসেছে ডেনমার্কের কঠোর অভিবাসন আইন থেকে। ডেনমার্কে শরণার্থীদের সাধারণত মাত্র দুই বছরের সাময়িক অনুমতি দেওয়া হয় এবং সময় শেষে আবার নতুন করে আবেদন করতে হয়।
শরণার্থী কাউন্সিলের প্রধান নির্বাহী এনভার সোলোমন বলেছেন, “শরণার্থীদের নিরুৎসাহিত করার বদলে তাদের ২০ বছরের দীর্ঘ অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে। এটি যে কোনো ব্যক্তিকে প্রচণ্ড মানসিক চাপের মধ্যে ফেলবে।”
যুক্তরাজ্য সরকারের তথ্য অনুযায়ী— গত মার্চ পর্যন্ত ১২ মাসে ১,০৯,৩৪৩ জন আশ্রয়ের আবেদন করেছেন, যা আগের বছরের তুলনায় ১৭% বেশি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব বলছে, গত ৭ দিনে যুক্তরাজ্যে পৌঁছেছেন ১,০৬৯ শরণার্থী। চলতি বছর সাগর পথে যুক্তরাজ্যে পৌঁছেছেন ৩৯ হাজারেরও বেশি মানুষ।
নতুন নীতিটি কার্যকর হলে যুক্তরাজ্যের শরণার্থী ব্যবস্থায় গত দুই দশকের মধ্যে এটিই হবে সবচেয়ে বড় পরিবর্তন বলে মনে করছেন বিশ্লেষকরা।
এনএনবাংলা/

আরও পড়ুন
সীতাকুণ্ডে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে দ্রুতগামী বাসের ধাক্কায় নিহত ৫, আহত ২০
কারওয়ান বাজার মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ, ঘটনাস্থল নিয়ে দুই থানার ‘ঠেলাঠেলি’
রাজধানীতে বিদেশী অস্ত্রসহ ‘নিষিদ্ধ ছাত্রলীগ’ নেতা গ্রেপ্তার