অনলাইন ডেস্ক :
যুক্তরাজ্যের ১০০টি কম্পানির কর্মীদের সাপ্তাহিক কাজ চার দিন করা হয়েছে এবং তারা তিনদিন ছুটি কাটাবেন। ওইসব কম্পানি ঘোষণা দিয়েছে- সপ্তাহে তিন দিন ছুটি কাটালেও কর্মীদের বেতন কেটে নেওয়া হবে না। এনডিটিভি জানিয়েছে, ওই ১০০ কম্পানিতে কাজ করে প্রায় দুই হাজার ৬০০ কর্মী। সেসব কম্পানিতে সপ্তাহে তিন দিন ছুটির ব্যাপারে পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে। তারপর ঘোষণা এসেছে, এখন থেকে স্থায়ীভাবে সব কর্মী চারদিন পরপর তিনদিন ছুটি কাটাবেন। ওইসব কম্পানির কর্মীদের বরাত দিয়ে গার্ডিয়ান জানিয়েছে, সপ্তাহে ছয়দিন বা পাঁচদিন পরপর ছুটি দেওয়ার বিষয়টি আধুনিক অর্থনীতিতে একটি বাজে ব্যবস্থা। কর্মীরা আরো জানিয়েছেন, চারদিন পরপর যেসব কম্পানিতে ছুটি দেওয়া হয়, সেখানে কম্পানির উৎপাদন বেড়ে যায়। কর্মীরাও এই কম সময়ের মধ্যেই নিজেদের কাজ সম্পন্ন করতে পারে। এমনকি যেসব কম্পানি ‘চারদিন পর ছুটির ফর্মুলা’ গ্রহণ করেছে, তারা দেখেছে- সেসব কম্পানিতে কর্মীদের যোগ দেওয়া এবং বেশিদিন থাকার আগ্রহ তৈরি হয়। সপ্তাহে চারদিন ছুটির ঘোষণা দেওয়া কম্পানিগুলোর মধ্যে রয়েছে অ্যাটম ব্যাংক, বৈশ্বিক মার্কেটিং কম্পানি আউইন।গার্ডিয়ান জানিয়েছে, যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয় এবং থিংকট্যাংক অটোনমি যৌথভাবে ছুটির বিষয়টি নিয়ে একটি পাইলট প্রজেক্ট পরিচালনা করছে। বিশ্বের ৭০টি কম্পানির তিন হাজার ৮০০ কর্মীকে নিয়ে চলছে তাদের এ মহাযজ্ঞ। সূত্র: এনডিটিভি
আরও পড়ুন
বাড়তি দামে বিক্রি হচ্ছে খাসি-মুরগি-মাছ
পাঁচ বছর বিরতির পর জাহাজ রপ্তানিতে ফিরলো ওয়েস্টার্ন মেরিন
হাসিনার মতো ‘বিশ্বস্ত মিত্র’কে হারানোর ঝুঁকি নেবে না ভারত