যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে লেবার পার্টির পক্ষে জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত চার প্রার্থী।
শুক্রবার (৫ জুলাই) সকালে ব্রিটিশ পার্লামেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
বিজয়ী চারজন হলেন- টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, রুশনারা আলী, রূপা হক ও আপসানা বেগম।
হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, টিউলিপ সিদ্দিক হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে ২৩ হাজার ৪৩২ ভোট পেয়ে এমপি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ অ্যান্ড ইউনিয়নিস্ট পার্টির ডন উইলিয়ামস পেয়েছেন মাত্র ৮ হাজার ৪৬২ ভোট এবং গ্রিন পার্টির লর্না জেন রাসেল পেয়েছেন ৬ হাজার ৬৩০ ভোট।
বৃহস্পতিবার (৪ জুলাই) অনুষ্ঠিত এই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে বেথনাল গ্রিন অ্যান্ড স্টেপনি থেকে নির্বাচিত হয়েছেন রুশনারা আলী। লেবার পার্টির রুশনারা আলী পেয়েছেন ১৫ হাজার ৮৯৬ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী আজমল মাসরুর পেয়েছেন ১৪ হাজার ২০৭ ভোট।
লেবার পার্টির আরেক প্রার্থী ড. রূপা হক ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন থেকে এমপি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। ২২ হাজার ৩৪০ ভোট পেয়েছেন ২০১৫ সালে প্রথমবারের মতো এমপি নির্বাচিত রূপা হক। নিকটতম প্রার্থী কনজারভেটিভ পার্টির জেমস উইন্ডসর-ক্লাইভ পেয়েছেন ৮ হাজার ৩৪৫ ভোট। লিবারেল ডেমোক্র্যাটদের পক্ষে অ্যালিস্টার মিটন ৬ হাজার ৫৬ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন।
এছাড়াও পপলার ও লাইম হাউস আসনে ১৮ হাজার ৫৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আপসানা বেগম।
এদিকে শুক্রবার আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন লেবার নেতা কেয়ার স্টারমার।
‘হাতের চুম্বন’ অনুষ্ঠানের মাধ্যমে রাজা তৃতীয় চার্লসের আশীর্বাদ নিয়ে সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন স্টারমার।
—-ইউএনবি
আরও পড়ুন
বাড়তি দামে বিক্রি হচ্ছে খাসি-মুরগি-মাছ
হাসিনার মতো ‘বিশ্বস্ত মিত্র’কে হারানোর ঝুঁকি নেবে না ভারত
সাংবাদিকদের সাথে রংপুর পুলিশ সুপারের মতবিনিময়