যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ফ্লোরিডায় বিএনপির পক্ষ থেকে ২ জানুয়ারি শুক্রবার জুমার নামাজের পর ফ্লোরিডার বিভিন্ন মসজিদে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী গনতন্ত্রের মাতা, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফ্লোরিডা বিএনপির সভাপতি ইমরানুল হক চাকলাদার এর 
নেতৃত্বে মায়ামীর মায়ামের হোম স্টেট মসজিদে মোমিনে, সাউথ ফ্লোরিডা ইসলামিক সেন্টার মসজিদে বিএনপির সাধারণ সম্পাদক ইলিয়াস খানের নেতৃত্বে, সানরাইস মসজিদে বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মহসিন এর নেতৃত্বে, ডেভী শহরের মসজিদে খলিলে বিএনপির সিনিয়র সদস্য আলী হোসেন আশিকের নেতৃত্বে, সেমপল শহরের মসজিদ মো

হারুনার রশিদ শামীম এর নেতৃত্বে, ওয়েস্ট পামবীচ মসজিদে বায়তুল মোকাররম ফিরোজ খান এর নেতৃত্বে, হলিউগ শহরের দারুল উলুম মসজিদে মো মাসুদ মো বাবর এবং মো আলমগীরের নেতৃত্বে, মায়ামীর মসজিদ এ তৌথিক এ মো রাকিবের নেতৃত্বে, মায়ামী গার্ডেন মসজিদে মো ফাহিম হোসেনের নেতৃত্বে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। জুম্মার নামাজের পর বিভিন্ন মসজিদের ইমাম ও মুসল্লিগণ দোয়া করেন এবং খালেদা জিয়ার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন

আরও পড়ুন
ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা–অসদাচরণ: রোগীর অভিযোগ, তদন্তের দাবি
প্রার্থীতা বাতিল নয় বিএনপির প্রার্থী কাজী রফিকের
সরকারকে বেকায়দায় ফেলতেই লোমহর্ষক ঘটনার পুনরাবৃত্তি: ফখরুল