January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, July 1st, 2022, 7:57 pm

যুক্তরাষ্ট্রের নেওয়ার্কে গুলিবিদ্ধ হয়ে আহত ৯

অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির নেওয়ার্কের একটি মুদি দোকানের বাইরে বৃহস্পতিবার সন্ধ্যায় গুলিবিদ্ধ হয়ে এক কিশোরসহ ৯ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নেওয়ার্ক পাবলিক সেফটির ভারপ্রাপ্ত ডিরেক্টর রাউল মালাভে ঘটনাস্থলে সাংবাদিকদের বলেছেন, আহতদের সকলেই সুস্থ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে এবং হামলায় জড়িত সন্দেহে পুলিশ একটি গাড়ির সন্ধান করছে।

মালাভে বলেন, একজন ১৭ বছর বয়সীসহ পাঁচজন আহত অবস্থায় হাসপাতালে এসেছেন। এছাড়া উদ্ধারকারীরা আরও চারজন ভুক্তভোগীকে হাসপাতালে নিয়ে এসেছে।

তবে কতজন লোক গুলি করছিল বা কেন হামলা শুরু হয়েছিল তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় বলে জানিয়েছেন তিনি।