January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 25th, 2022, 9:04 pm

যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন আইজিপি

জাতিসংঘের চিফস অব পুলিশ সামিটে (ইউএনসিওপিএস ২০২২)-এ যোগ দেয়ার জন্য পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারিত দুই দিনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন।

বৈঠকে অংশ নিতে ৬ সদস্যের প্রতিনিধি দলে আইজিপিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নেতৃত্বে প্রতিনিধি দলটি রবিবার রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, আইজিপিকে শুধুমাত্র সম্মেলনে যোগ দেয়ার উদ্দেশ্যেই ভিসা দেয়া হয়েছে।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব আবু হেনা মোস্তফা কামাল, স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ আসাদুজ্জামান, অতিরিক্ত ডিআইজি নাসিয়ান ওয়াজেদ ও সহকারী মহাপরিদর্শক মোহাম্মদ মাসুদ আলম।

জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত ইউএনসিওপিএস ২০২২-এ বিভিন্ন দেশের মন্ত্রী, পুলিশ প্রধান, আঞ্চলিক ও পেশাদার পুলিশ সংস্থাগুলোর জ্যেষ্ঠ প্রতিনিধিরা মিলিত হবেন।

গত বছরের ডিসেম্বরে, গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) বেনজির আহমেদসহ সাত সাবেক ও বর্তমান কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।

বেনজির দেশের পুলিশ প্রধান হওয়ার আগে র‌্যাবের মহাপরিচালক ছিলেন।

—ইউএনবি