August 30, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, August 29th, 2025, 2:14 pm

যুক্তরাষ্ট্রের ৫০% শুল্কের জবাবে পাল্টা পদক্ষেপ নিচ্ছে ব্রাজিল

রপ্তানি করা বিভিন্ন পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্কের জবাবে পালটা পদক্ষেপ নিতে যাচ্ছে ব্রাজিল।

শুক্রবার (২৯ আগস্ট) দেশটির সরকারি সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, পাল্টা ব্যবস্থা হিসেবে ব্রাজিলও শুল্ক আরোপের বিষয়টি বিবেচনা করছে।

দুটি সরকারি সূত্র এএফপিকে জানায়, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা পাল্টা পদক্ষেপ নেওয়ার জন্য একটি পর্যালোচনার অনুমোদন দিয়েছেন। ট্রাম্প তার মিত্র জাইর বলসোনারোর বিরুদ্ধে অভ্যুত্থানের পরিকল্পনার অভিযোগে চলমান বিচারকে কেন্দ্র করে ব্রাজিলের ওপর এই শুল্ক আরোপ করেন।

ব্রাজিলের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় ৩০ দিনের মধ্যে খতিয়ে দেখবে, যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক দেশটির সাম্প্রতিক ‘অর্থনৈতিক পারস্পরিকতা আইনের’ আওতায় পড়ে কিনা।

একটি কূটনৈতিক সূত্র জানায়, যদি পড়ে, তাহলে বিশেষজ্ঞদের একটি দল পালটা ব্যবস্থা নেওয়ার প্রস্তাব দেবে, যার মধ্যে প্রতিশোধমূলক শুল্ক আরোপও অন্তর্ভুক্ত থাকতে পারে।

সূত্র আরও জানিয়েছে, ব্রাজিল শিগগিরিই আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রকে সম্ভাব্য প্রতিশোধমূলক পদক্ষেপ খতিয়ে দেখার সিদ্ধান্তের কথা জানাবে। তবে কূটনৈতিক আলোচনার পথ এখনো খোলা আছে বলে সূত্রটি উল্লেখ করেছে।

গত এপ্রিলে ব্রাজিলে ‘অর্থনৈতিক পারস্পরিকতা আইন’ পাস করা হয়, যা সরকারকে এমন দেশগুলোর বিরুদ্ধে ‘পালটা ব্যবস্থা’ নেওয়ার অনুমতি দেয়, যারা একতরফাভাবে ব্রাজিলের প্রতিযোগিতায় ক্ষতি করে। এই পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে বাণিজ্য সুবিধা, বিনিয়োগ, বা মেধা সম্পত্তি চুক্তি স্থগিত করা। অন্য দেশের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে এটি শেষ পদক্ষেপ হিসেবে গ্রহণ করা হয়।

গত ৬ আগস্ট ব্রাজিলের কফি ও অন্যান্য পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক কার্যকর হওয়ার পর থেকে দুই দেশের সম্পর্ক থমকে আছে।

বৃহস্পতিবার লুইজ ইনাসিও লুলা দা সিলভা অভিযোগ করেন, ব্রাজিলের কথায় ওয়াশিংটন কর্ণপাত করছে না। তিনি বলেন, আমরা যুক্তরাষ্ট্রের কারও সঙ্গে কথা বলতে পারিনি।

 

এনএনবাংলা/