March 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, March 19th, 2025, 4:00 pm

যুক্তরাষ্ট্রে আবদুস সোবহান গোলাপের ৯ বাড়ি–ফ্ল্যাটের খোঁজ পেয়েছে দুদক

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবদুস সোবহান মিয়ার (গোলাপ) যুক্তরাষ্ট্রে ৯টি বাড়ি ও ফ্ল্যাটের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। যার বাজারমূল্য ৩২ কোটি টাকা।

আজ বুধবার দুদক সূত্র এই তথ্য জানিয়ে বলেছে, দেশ থেকে অর্থ পাচার করে যুক্তরাষ্ট্রে এসব সম্পদ করেছেন আবদুস সোবহান।

আবদুস সোবহান মাদারীপুর–৩ আসনের সংসদ সদস্য ছিলেন। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পরাজিত হন। আবদুস সোবহান আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক। ছাত্র–জনতার গণ–অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে ছিলেন। ২৫ আগস্ট তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি এখন কারাগারে আছেন।

আজ রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন এক সংবাদ সম্মেলনে বলেন, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আবদুস সোবহানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাঁর ৫১টি ব্যাংক হিসাবে ৯৭ কোটি ৬৩ লাখ ২৩ হাজার টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে।