January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, January 4th, 2024, 9:00 pm

যুক্তরাষ্ট্রে ইমামকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে মসজিদের বাইরে এক ইমামকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় গত বুধবার এ ঘটনা ঘটে। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি এ খবর জানিয়েছে। নিহত ওই ইমামের নাম ইমাম হাসান শরিফ। তাকে গত বুধবার স্থানীয় সময় ভোর ৬টার পর নিউইয়র্কের মসজিদ-মুহাম্মদ-নেওয়ার্কের বাইরে গুলি করা হয়। নেওয়ার্কের পাবলিক সেফটি ডিরেক্টর ফ্রিটজ ফ্রেগ এক বিবৃতিতে বলেন, ইমাম শরিফকে নিকটস্থ ইউনিভার্সিটি হাসপাতালে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়। পরে তিনি সেখানেই মারা যান।

তবে এ ঘটনার কয়েক ঘণ্টা পার হলেও পুলিশ হামলাকারীকে গ্রেপ্তার করতে পারেনি। এছাড়াও কী কারণে ইমামকে হত্যা করা হয়েছে, তা জানা যায়নি। ফ্রিটজ ফ্রেগ জানান, ঘটনার তদন্ত চলছে। মার্কিন অ্যাডভোকেসি সংস্থা দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস ইন নিউ জার্সি এ ঘটনার জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ইমাম হাসান শরিফ ২০০৬ সাল থেকে মসজিদে ইমামতির পাশপাশি নেওয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অফিসার হিসেবেও কাজ করছিলেন।