অনলাইন ডেস্ক :
যুক্তরাষ্ট্রে গত এক সপ্তাহে করোনাভাইরাস শনাক্তের প্রায় ৭৩ শতাংশ ওমিক্রন ভ্যারিয়েন্ট। সোমবার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, মাত্র এক সপ্তাহে ওমিক্রন সংক্রমণের পরিমাণ প্রায় ছয় গুণ বৃদ্ধি পেয়েছে।
দেশটির কোনো কোনো অঞ্চলে ওমিক্রন শনাক্তের হার আরও বেশি। নিউইয়র্ক, দক্ষিণপূর্ব ও উত্তরপশ্চিম এলাকায় এর হার প্রায় ৯০ শতাংশ।
হাল নাগাদ তথ্যে, গত সপ্তাহে দেশটিতে ৬ লাখ ৫০ হাজারের বেশি ওমিক্রন শনাক্ত হয়েছে বলে জানানো হয়।
সিডিসির তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন থেকে দেশটিতে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট উদ্বেগজনক হিসেবে দেখা দেয়। নভেম্বরের শেষের দিকে ৯৯ দশমিক ৫ শতাংশ ছিল ডেল্টা ভ্যারিয়েন্ট।
সিডিসির পরিচালক ডা. রোচেল ওয়ালেনস্কি বলেন, অন্যান্য দেশে যে ধরনের বৃদ্ধি দেখা গেছে নতুন ভ্যারিয়েন্ট সেটাই প্রতিফলিত করে।
তিনি বলেন, ‘সংক্রমণের এই সংখ্যা বেশি হলেও আশ্চর্যজনক নয়।’
এদিকে, যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২৭ কোটি ৫৪ লাখ ৩৯ হাজার ৫১ জন এবং মোট মৃতের সংখ্যা ৫৩ লাখ ৬০ হাজার ৩৮৩ জনে দাঁড়িয়েছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা পাচঁ কোটি ১০ লাখ ৯৭ হাজার ৫২৮ জন এবং মৃত্যুবরণ করেছে আট লাখ সাত হাজার ৯৪৫ জন।
এদিকে, দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ১৭ হাজার ৮৭৩ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই কোটি ২২ লাখ ১৫ হাজার ৮৫৬ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট তিন কোটি ৪৭ লাখ ৪৬ হাজার ৮৩৮ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৭৭ হাজার ৫৫৪ জনে।
এছাড়া রাশিয়ায় মোট শনাক্তের সংখ্যা এক কোটি ৬৪ হাজার ২৯০ জন ছাড়িয়েছে। একই সময়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৯২ হাজার ৩৩১ জনে।
আরও পড়ুন
ভূমিকম্পের ঝুঁকির মুখোমুখি ঢাকা বাংলাদেশ
তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩
বিমানবন্দরেই দেখা ইচ্ছে মা-ছেলের