December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 10th, 2024, 9:05 pm

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় বেরিলের আঘাতে নিহত ৮

সিনহুয়া, সান ফ্রান্সিসকো :

যুক্তরাষ্ট্রের টেক্সাসের দক্ষিণাঞ্চলের ঘূর্ণিঝড় বেরিলের আঘাতে মঙ্গলবার সকাল পর্যন্ত অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এতে প্রায় ৩০ লাখ বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।

স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের টেক্সাস ও লুইজিয়ানা অঙ্গরাজ্যে ঘূর্ণিঝড় বেরিল আঘাত হানে।

কর্মকর্তারা জানিয়েছেন, টেক্সাসের হ্যারিস ও মন্টগোমারি কাউন্টিতে সাতজন এবং লুইজিয়ানায় একজনের মৃত্যুর খবর নিশ্চিত করতে পেরেছেন তারা।

সোমবার হিউস্টনের প্রধান বিমানবন্দরে ১১শ’র বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছে ফ্লাইটঅ্যাওয়ারডটকম।

পাওয়ারআইটেজ.ইউএস জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত টেক্সাসের প্রায় ২৩ লাখ গ্রাহক লোডশেডিংয়ের সম্মুখীন হয়েছেন। এর আগের দিন সোমবার সংখ্যাটি ছিল ২৭ লাখ।

ক্যাটাগরি ১ হারিকেন থেকে বেরিল গ্রীষ্মমণ্ডলীয় নিম্নচাপে পরিণত হয়েছে। এটি পুরো সপ্তাহ জুড়ে আরকানসাস থেকে মিশিগান হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যা ও ভারী বৃষ্টিপাতের ঝুঁকি রয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল হারিকেন সেন্টার।