অনলাইন ডেস্ক :
যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে গত তিন দিনে ৪০০ গোলাগুলির ঘটনা ঘটেছে। এসব গোলাগুলির ঘটনায় কমপক্ষে ১৫০ জন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের গান ভায়োলেন্স আর্কাইভ এ তথ্য জানিয়েছে। খবর সিএনএনের।
গত ৪ জুলাই ছিল যুক্তরাষ্ট্রের ২৪৫তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের ছুটির মধ্যে এসব গোলাগুলির ঘটনা ঘটে। নিউইয়র্কে গোলাগুলির ঘটনা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। শুক্রবার থেকে রোববার পর্যন্ত এ শহরে ২১টি গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে মোট হতাহতের সংখ্যা ২৬ জন।
আরও পড়ুন
‘এইচএমপিভি’, নতুন ভাইরাস ছড়িয়ে পড়ছে যেভাবে
হিন্দুসেনার আপত্তি সত্ত্বেও আজমির শরীফে ‘চাদর’ পাঠালেন মোদি
জাপানে টুনা মাছ বিক্রি হলো ১৩ লাখ ডলারে, এযাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ দাম