January 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, January 1st, 2025, 7:03 pm

যুক্তরাষ্ট্রে নববর্ষ উদযাপনের সময় গাড়িচাপা, নিহত ১০

যুক্তরাষ্ট্রে নববর্ষ উদযাপনের সময় গাড়িচাপা, নিহত ১০ – সংগৃহীত

অনলাইন ডেস্ক:

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণপূর্বাঞ্চলীয় নিউ অরলিন্স শহরের ক্যানেল ও বোরবন স্ট্রিটের সংযোগস্থলে ভিড়ের মধ্যে গাড়িচাপায় অন্তত ১০ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ৩০ জন।

নতুন বছর উদযাপনের সময় ঘটনাটি ঘটে। লুইসিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহরের যে স্থানটিতে দুর্ঘটনাটি ঘটে সেটি জনপ্রিয় পর্যটন এলাকা।

বুধবার (১ জানুয়ারি) নিউ অরলিন্স শহর কর্তৃপক্ষ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে।

এক বিবৃতিতে নিউ অরলিন্সের জরুরি প্রস্তুতি কর্মসূচি নোলা রেডি বলেছে, ‘শহরের অষ্টম জেলার ক্যানেল ও বোরবন স্ট্রিটের সংযোগস্থলে ভিড়ের মাঝে গাড়ি চালিয়ে গণহত্যার ঘটনায় কাজ করছে তারা। ঘটনাস্থলে অন্তত ১০ জন নিহত ও ৩০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।’

এর আগে দেশটির সংবাদমাধ্যম সিবিএস নিউজ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানায়, বোরবন স্ট্রিটে মানুষের ভিড়ের মাঝে একটি ট্রাক প্রচণ্ড গতিতে তুলে দেয়া হয়েছে। পরে ট্রাকটির চালক বেরিয়ে এসে এলোপাতাড়ি গুলি চালিয়েছেন। এই ঘটনায় পুলিশও পাল্টা গুলি চালিয়েছে।
সূত্র : আল জাজিরা, বিবিসি