বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাস যোগ্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যারা যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী এবং প্রত্যয়িত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়েছেন, তাদের দ্রুত সময়ের মধ্যে ছাত্র ভিসার জন্য আবেদন করতে হবে।
মার্কিন দূতাবাস বৃহস্পতিবার (৩১ জুলাই) তাদের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছে। এর আগে গত ১৭ জুলাই এই বিজ্ঞপ্তিটি দিয়েছিল। সেটি আজ পুনরায় শেয়ার করা হয়েছে।
ভিসা প্রক্রিয়াকরণের জন্য পর্যাপ্ত সময় হাতে রাখার গুরুত্ব তুলে ধরে এই তাগিদ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিটিতে মার্কিন দূতাবাস বাংলাদেশি যোগ্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের শিক্ষার্থী ভিসার জন্য সার্টিফাইড স্কুলগুলোতে দ্রুত আবেদন করার পরামর্শ দিয়েছে।
দূতাবাস থেকে আরও জানানো হয়েছে, সময়মতো ভিসার জন্য আবেদন করলে ভিসা প্রক্রিয়াকরণে অপ্রত্যাশিত বিলম্ব এড়ানো সম্ভব হবে।
এনএনবাংলা/আরএম
আরও পড়ুন
জামায়াত আমিরের হার্টে ব্লক, বাইপাস সার্জারি শনিবার
সমাজের প্রতিটি পর্যায়ে গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তুলতে হবে – প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা
নির্মাণাধীন হলের ছাদ ধসে নজরুল বিশ্ববিদ্যালয়ে ৬ নির্মাণশ্রমিক আহত