November 7, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, November 7th, 2025, 9:48 pm

যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী বিচারপতি সোমা সাইদ

 

যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী হিসেবে নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতির দায়িত্ব গ্রহণ করেছেন সোমা সাইদ। তাঁর এই অর্জন শুধু এক নারীর নয়, বরং প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের জন্য এক গর্বের ইতিহাস।

নিউইয়র্কের কুইন্স কাউন্টি সুপ্রিম কোর্টে এক ঐতিহাসিক শপথগ্রহণ অনুষ্ঠানে বিচারপতির আসনে বসেন সোমা সাইদ। শপথের মুহূর্তে উপস্থিত দর্শক, পরিবার ও সহকর্মীদের করতালিতে মুখর হয়ে ওঠে আদালত কক্ষ। এই দৃশ্যটি যেন হয়ে থাকে অভিবাসী স্বপ্নের এক বাস্তব প্রতিচ্ছবি।

বাংলাদেশের টাঙ্গাইল জেলার সন্তান সোমা সাইদের বাবা ছিলেন ম্যাজিস্ট্রেট ও মা একজন প্রধান শিক্ষিকা। ছোটবেলা থেকেই ন্যায়বোধ, শৃঙ্খলা ও দায়িত্ববোধে বড় হওয়া সোমা মাত্র ১২ বছর বয়সে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। নতুন দেশে ভাষা ও সংস্কৃতির বাধা পেরিয়ে তিনি নিজের লক্ষ্য অটুট রাখেন।

নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলে পড়াশোনা শেষে সিটি কলেজ অব নিউইয়র্ক থেকে স্নাতক এবং অ্যালবানি ল স্কুল থেকে জ্যুরিস ডক্টর (J.D.) ডিগ্রি অর্জন করেন তিনি। দুই দশকেরও বেশি সময় ধরে কুইন্সে আইনজীবী হিসেবে সাধারণ মানুষ ও অভিবাসীদের আইনি সহায়তা দিয়ে আসছেন সোমা সাইদ।

Civil, family ও immigration—এই তিন ক্ষেত্রেই তিনি ছিলেন ন্যায়ের পক্ষে দৃঢ় কণ্ঠ। তাঁর মতে, “আইন শুধু বিধির সমষ্টি নয়, এটি মানবিকতার প্রতীক।”

২০২১ সালে তিনি কুইন্স কাউন্টি সিভিল কোর্টের বিচারক নির্বাচিত হন এবং ২০২২ সালের ১ জানুয়ারি দায়িত্ব নেন। সেই ধারাবাহিকতায় ২০২৫ সালের নভেম্বরে তিনি বিপুল ভোটে নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি নির্বাচিত হন—যা যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত নারীদের জন্য এক ঐতিহাসিক অর্জন।

এনএনবাংলা/