অনলাইন ডেস্ক :
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে দুজন নিহত ও ২৮ জন আহত হয়েছে। দেশটির স্থানীয় সময় গত রোববার ভোরের দিকে এই ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে ফরাসি সংবাদ সংস্থা এএফপি। এক সংবাদ সম্মেলনে বাল্টিমোরের পুলিশ কমিশনার রিচ ওরলি বলেন, ‘রাত সাড়ে ১২টার দিকে আমরা কয়েকটি ফোনকলের মাধ্যমে গোলাগুলির খবর পাই। ব্রুকলিন শহরের পার্শ্ববর্তী দক্ষিণ বাল্টিমোরের রাস্তায় আয়োজিত একটি পার্টিতে এই গোলাগুলির ঘটনা ঘটে। সেখানে আমাদের কর্মকর্তারা গিয়ে একাধিক গুলিবিদ্ধ লোককে উদ্ধার করে।’ এক বিবৃতিতে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলায় ১৮ বছরের এক তরুণী ও তার বন্ধু ২০ বছরের এক যুবক মারা গেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
হামলাকারীকে শনাক্ত করতে ও কি কারণে হামলা চালানো হয়েছে তা পুলিশ তদন্ত করছে বলে জানিয়েছেন কমিশনার ওরলি। এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘এই অপরাধটির দৃশ্যপটের ব্যাপ্তি অনেক। আমাদের গোয়েন্দারা ওই এলাকায় কয়েকদিন থাকবে।’ ঘটনাস্থলে উপস্থিত হয়ে এই হামলার নিন্দা জানিয়ে বাল্টিমোরের মেয়র ব্র্যান্ডন স্কট বলেন, ‘সত্যিকার অর্থে এই ঘটনাটি একটি ট্রাজেডি। এরকম ঘটনা আর হতে দেওয়া যাবে না। আমরা সেই কাপুরুষদের খুঁজছি যারা কয়েক ডজন মানুষকে গুলি করেছে।’ গান ভায়োলেন্স আর্কাইভের (জিভিএ) তথ্য মতে, ২০২২ সালে বন্দুক সম্পৃক্ততায় যুক্তরাষ্ট্রে ৪৪ হাজার ৩৫৭ জন মারা গেছে। এর মধ্যে ২৪ হাজার ৯০ জন আত্মহত্যা করেছে। বন্দুক সম্পৃক্ততায় যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা যে কোনো উন্নত দেশের মধ্যে সর্বোচ্চ। আজকের এই হামলাসহ চলতি বছরে যুক্তরাষ্ট্রে ৩৩৭টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে।
আরও পড়ুন
উড়োজাহাজ বিধ্বস্তে ৩৮ জনের মৃত্যু, আজারবাইজানে রাষ্ট্রীয় শোক পালন
বিশ্বে ক্ষুধার্ত মানুষ বাড়ছে, কমছে ধনী দেশের সাহায্য
গাজায় ইসরায়েলের আগ্রাসন চলছেই, একদিনে নিহত ৫৮