এপি, যুক্তরাষ্ট্র :
মার্কিন যুক্তরাষ্ট্রের উটাহ’র একটি বন্ধ বাড়িতে পাঁচ শিশুসহ আটজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার রাজধানী সল্ট লেক সিটি থেকে ২৪৫ মাইল (৩৯৪ কিলোমিটার) দক্ষিণের শহর এনোকে এ ঘটনা ঘটেছে।
এনোক শহরের কর্মকর্তাদের বিবৃতি অনুসারে, পুলিশ ওই এলাকায় ওয়েলফেয়ার চেক (ওয়েলফেয়ার বা সুস্থতা চেক হল পুলিশ কোনও ব্যক্তির বাড়ির কাছে থামলে, ওই বাড়ির সদস্যরা ঠিক আছে কিনা তা জানতে পুলিশের অনুসন্ধান) করার সময় নিহতদের লাশ উদ্ধার করে।
তবে পুলিশ জানিয়েছে, জনসাধারণের জন্য হুমকি মনে হয়, এমন কোনো কিছুর সন্ধান পায়নি তারা।
আয়রন কাউন্টি জেলার স্কুল কর্মকর্তারা শোক প্রকাশ করে প্রকাশিত এক চিঠিতে বলেছেন, নিহত পাঁচটি শিশুই ওই স্কুলে পড়ে।
এনক সিটি ম্যানেজার রব ডটসন বলেছেন যে আটটি লাশ উদ্ধারের খবরে সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠেছে। মৃতরা সকলে এক পরিবারের সদস্য এবং দক্ষিণ উটাহ শহরে ওই পরিবার বেশ সুপরিচিত।
উটাহ’র গভর্নর স্পেন্সার কক্স বুধবার রাতে এক টুইটে শোক প্রকাশ করেছেন।
আরও পড়ুন
আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় কনস্টেবল মুকুল কারাগারে
শীতে শিশুদের সুস্থ রাখবে যেসব খাবার
দীর্ঘদিন পর ফেরা তারকারা