অনলাইন ডেস্ক :
সাজু খাদেম। ভীষণ গুণী এই অভিনেতা শিল্পের যে অঙ্গনেই হেঁটেছেন সফলতার পথ ধরেই চলেছেন। চিত্রকলা, অভিনয় আর উপস্থাপনায় সাজু তার একটি স্বতন্ত্র পথে হাঁটেন সবসময়। বর্তমানে একটি আইপি টিভির উদ্বোধনী অনুষ্ঠান উপস্থাপনার জন্য যুক্তরাষ্ট্রে রয়েছেন তিনি। অনুষ্ঠানে যোগদান প্রসঙ্গে সাজু খাদেম বলেন, ‘যেহেতু বছরের শেষপ্রান্তে এসেছি, তাই থার্টিফাস্ট উদযাপনটিও এখানেই করবো। এবার একাই এসেছি। তাই ভীষণভাবে পরিবারকে মিস করছি। তবে এবারের এই উপস্থাপনার কাজটি শেষ করে লম্বা একটি রোডট্রিপ দেওয়ার প্ল্যান আছে। ক্যালিফোর্নিয়ার কয়েকটি রাজ্যে বন্ধুদের সঙ্গে টানা কয়েক দিনের রোডট্রিপে অংশ নেবো। এটা আমাদের অনেকদিনের পরিকল্পনা ছিল।’ বর্তমান সময়ের বিভিন্ন মাধ্যমের কাজ প্রসঙ্গে সাজু খাদেম বলেন, ‘আমি তো এ সময়ের প্রতিভাবানদের দেখে মুগ্ধ। আমি তরুণ নির্মাতা, সিনিয়র নির্মাতার দেখার চেয়ে মেধাবী নির্মাতাকে খুঁজি। এখন অনেক অনেক কাজ হচ্ছে। ভালো কাজও যেমন হচ্ছে, মানহীন কাজও হচ্ছে। এটাই নিয়ম। এটাকে অস্বাভাবিক অঙ্গে ফেলার কোনো মানে নেই।’ এদিকে আইবি টিভির উপস্থাপনা প্রসঙ্গে সাজু খাদেম বলেন, ‘নিউইয়র্কে এলে মনে হয় না অন্য কোথাও এসেছি। কারণ আমাদের পুরনো কলিগদের এক দারুণ মিলনমেলা এখানে। সবার সঙ্গে দেখা হয়। কথা হয়। আড্ডা হয়। নতুন এই চ্যানেলটি শুরুর উপস্থাপনা আমি করলাম, এটা একটা ভালোলাগার ঘটনা। অনুষ্ঠানটি একাধিক তারকার অংশগ্রহণে বেশ সমৃদ্ধ ছিল।’ দেশে ফিরে নতুন কোনো কাজে অংশগ্রহণের ব্যাপারে তিনি বলেন ,‘ওটিটি প্লাটফর্মের কিছু কাজ নিয়ে কথা চলছে। স্ক্রিপ্টগুলো নিয়ে ভাবছি। দেশে এসেই আবার কাজের ছন্দে ফিরবো বলে আশা রাখি।’
আরও পড়ুন
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল
প্রথমদিনেই বক্স অফিসে বাজিমাত
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত