January 25, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 12th, 2022, 7:40 pm

যুক্তরাষ্ট্রে লড়ছেন পিয়া বিপাশা

অনলাইন ডেস্ক :

গত শনিবার থেকে যুক্তরাষ্ট্রের লাস ভেগাস শহরের ওয়েস্টগেট লাস ভেগাস হলে বসেছে ‘মিসেস ওয়ার্ল্ড ২০২২’-এর আসর। বিবাহিত নারীদের অংশগ্রহণে এই প্রতিযোগিতায় এবার বাংলাদেশ থেকে অংশ নিলেন মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা। এই আসরে বিশ্বের ৬০টি দেশ থেকে অংশ নিচ্ছেন প্রতিযোগীরা। সেখানে লাল সবুজের বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা থেকে উঠে আসা এই তারকা। যিনি গত কয়েক বছর যাবৎ নিউ ইয়র্কে বসবাস করছেন। যুক্তরাষ্ট্র থেকে সংবাদমাধ্যমকে পিয়া বিপাশা বলেন, এত বড় আসরে অংশ নিচ্ছি, দেশের প্রতিনিধিত্ব করছি; এটাই বিশাল সৌভাগ্যের ব্যাপার। জয়ী হতে না পারলেও নতুন অভিজ্ঞতা হবে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে সামনে এগিয়ে যেতে পারবো। পিয়া বিপাশা জানান, গেল কয়েকমাস ধরে তিনি নিজেকে প্রস্তত করেছেন। ১০ ডিসেম্বর থেকে ‘মিসেস ওয়ার্ল্ড ২০২২’ এর গ্রুমিং ফটোসেশান আসর শুরু হয়েছে। ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে গ্রান্ড ফিনালে। চলতি বছরের এপ্রিল নিশ্চিত হয়েছিলেন পিয়া বিপাশা ‘মিসেস ওয়ার্ল্ড ২০২২’-এর অংশ নিতে পারবেন। তিনি বলেন, ইনস্টাগ্রামে স্ক্রল করতে গিয়ে হঠাৎ ‘মিসেস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার বিজ্ঞাপন চোখে পড়ে। শর্তের মধ্যে দেখলাম, অংশগ্রহণের জন্য যা যা দরকার, সবই আমার মধ্যে আছে। তখন চিন্তা করলাম, আমিও তো অংশ নিতে পারি। পিয়া বিপাশা আরও বলেন, আবেদনের আগে পরিবারের সবার সাথে বিষয়টি শেয়ার করলাম। তারাও সমর্থন দিলেন। আবেদন করে ফেললাম। কিছুদিন পর আমাকে চূড়ান্ত করে ই-মেইল করে জানিয়েছেন আয়োজকরা। বিশ্বমঞ্চে দেশকে প্রতিনিধিত্ব করার এটাই সুবর্ণ সুযোগ বলে মনে করে পিয়া বিপাশা। তিনি বলেন, দেশের মানুষের শুভ কামনা চাই, যেন বিশ্বমঞ্চে দেশের মুখ উজ্জ্বল করতে পারি। বাংলাদেশের প্রতিযোগী ছাড়া এই আসরে যুক্তরাজ্য, কানাডা, কোস্টারিকা, ইকুয়েডর, শ্রীলঙ্কা, ফ্রান্স, জার্মানি, ঘানা, হুন্ডুরাজ, কম্বোডিয়া, ভিয়েতনাম, নাইজেরিয়া, মেক্সিকো, ইন্ডিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পর্তুগাল, সিংগাপুর, ডমিনিকান রিপাবলিক, নেপাল, কোরিয়া, দক্ষিণ আফ্রিকাসহ মোট ৬০ দেশের প্রতিযোগী অংশ নিচ্ছেন। নিউ ইয়র্কে একটি আইটি প্রতিষ্ঠানে জব করে পিয়া বিপাশা। তার স্বামী যুক্তরাষ্ট্রের নাগরিক, ব্যবসায়ী। পিয়া জানান, আগামী জানুয়ারিতে দেশে ফেরার ইচ্ছে আছে।