January 1, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, July 18th, 2022, 1:20 pm

যুক্তরাষ্ট্রে শপিংমলে গোলাগুলিতে নিহত ৩

এপি, গ্রিনউড, ইন্ডিয়ানা :

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে রবিবার একটি শপিংমলে গোলাগুলিতে তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। এসময় অভিযুক্ত হামলাকারীও প্রাণ হারিয়েছেন।

গ্রিনউড পুলিশ বিভাগের প্রধান জিম আইসন বলেন, ওই ব্যক্তি একটি বন্দুক ও বেশ কয়েকটি ম্যাগাজিন নিয়ে গ্রিনউড পার্ক মলে প্রবেশ করে এবং ফুড কোর্টে গুলি চালাতে শুরু করে।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কাছের বার্থোলোমিউ কাউন্টির একজন ২২ বছর বয়সী সশস্ত্র ব্যক্তি যিনি বৈধভাবে আগ্নেয়াস্ত্র বহন করছিলেন তিনি বন্দুকধারীকে গুলি করে হত্যা করেন।

আইসন বলেন, পুলিশ ফুড কোর্টের কাছে একটি বাথরুমে থাকা একটি সন্দেহজনক ব্যাকপ্যাক জব্দ করেছে।

ইন্ডিয়ানাপোলিস মেট্রোপলিটন পুলিশ এবং একাধিক সংস্থা তদন্তে সহায়তা করছে।

ইন্ডিয়ানাপোলিসের সহকারী পুলিশ প্রধান ক্রিস বেইলি বলেছেন, ‘আমাদের দেশে এরকম আরেকটি ঘটনার কারণে আমরা অসুস্থ হয়ে পড়েছি।’

রবিবার রাতে এলাকায় কোনো হুমকি ছিল না বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

ইন্ডিয়ানার গ্রিনউডের মেয়র মার্ক মায়ার্স এক বিবৃতিতে বলেছেন, এই ট্র্যাজেডি আমাদের সম্প্রদায়ের মূলে আঘাত করেছে।