অনলাইন ডেস্ক :
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি স্কুলে সহপাঠীর গুলিতে তিন শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় এক শিক্ষকসহ আহত হয়েছে আট জন। হামলাকারী কিশোরকে আটক করা হয়েছে। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। নিহতদের মধ্যে ১৬ বছরের ছাত্র এবং ১৪ ও ১৭ বছরের ছাত্রী রয়েছে বলে জানা গেছে। ১৫ বছর বয়সী হামলাকারী কিশোর ১৫ থেকে ২০টি গুলি ছুড়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত মঙ্গলবার মিশিগানের ডেট্রয়েট থেকে ৬৫ কিলোমিটার দূরের অক্সফোর্ড শহরের অক্সফোর্ড হাই স্কুলে এ ঘটনা ঘটে। বেলা ১টার দিকে জরুরি সেবা কেন্দ্রের লোকজন সেখানে উপস্থিত হয়। ঘটনার কয়েক মিনিটের মধ্যে স্থানীয়দের পক্ষ থেকে ৯১১ জরুরি ফোন নম্বরে শতাধিক কল আসে। পুলিশ কর্মকর্তা মাইক ম্যাকক্যাবে জানিয়েছেন, হামলাকারী কিশোর পুলিশ ঘটনাস্থলে আসার পর মিনিট পাঁচেক লুকিয়ে পায়চারী করেছিল। তবে তাকে আটক করার সময় গুলি করার প্রয়োজন পড়েনি। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের স্কুলে গোলাগুলির ঘটনা ব্যাপকভাবে বেড়ে গেছে। করোনার কারণে লকডাউন ও স্কুল-কলেজ বেশকিছু দিন বন্ধ ছিল ফলে ২০২১ সাল তা কিছুটা কম দেখা গেছে। এ বছর যুক্তরাষ্ট্রের স্কুল প্রাঙ্গণে এ পর্যন্ত ১৩৮টি গোলাগুলির ঘটনা ঘটেছে।
আরও পড়ুন
তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩
হিন্দুসেনার আপত্তি সত্ত্বেও আজমির শরীফে ‘চাদর’ পাঠালেন মোদি
জাপানে টুনা মাছ বিক্রি হলো ১৩ লাখ ডলারে, এযাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ দাম