এপি, হাইল্যান্ড পার্ক :
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের কাছে সোমবার (৪ জুলাই) স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে একজন বন্দুকধারীর গুলিতে অন্তত ছয়জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় শিকাগোর হাইল্যান্ড পার্ক এবং আশেপাশে কয়েকঘণ্টা অভিযানের পর সোমবার সন্ধ্যায় একজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
ইলিনয়ের গভর্নর জেবি প্রিটজকার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘এটি ধ্বংসাত্মক কাজ। আমেরিকার একটি উদযাপন আমাদের অনন্য আমেরিকান দ্বারা বন্ধ হয়ে গেছে।’
প্যারেড অনুষ্ঠানের পাশের একটি ভবনের ছাদ থেকে ওই বন্দুকধারী এলোপাথাড়ি গুলি চালান বলে পুলিশ জানিয়েছে। এ সময় রক্তাক্ত অবস্থায় অনেকে পালিয়ে যায়।
হাইল্যান্ড পার্কের বাসিন্দা বারবারা হার্ট বলেন, ‘এখানে কোনও নিরাপদ জায়গা নেই।’
তিনি গুলির ভয়ে প্যারেড থেকে দূরে ছিলেন, তবে পরে তার বাড়ি থেকে বেরিয়ে পড়েন।
হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী সন্দেভাজন ২২ বছর বয়সী যুবককে আটকের পর জিজ্ঞাসাবাদ করছে।
আরও পড়ুন
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
দাবানলে পুড়ছে হলিউড হিলস