অনলাইন ডেস্ক :
যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশার অঙ্গরাজ্যের একটি মানসিক হাসপাতালে গোলাগুলিতে ২ জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, শুক্রবার এক বন্দুকধারী রাষ্ট্রায়ত্ত হাসপাতালটির লবিতে প্রবেশ করেই গুলি ছোড়ে। এতে হাসপাতালের এক নিরাপত্তার রক্ষীর মৃত্যু হয়। এ সময় অঙ্গরাজ্যটির এক নিরাপত্তা কর্মকর্তা পাল্টা গুলি ছুড়লে হামলাকারীরও মৃত্যু হয়। কর্মকর্তারা জানিয়েছেন, হাসপাতালটিতে নিযুক্ত ওই কর্মকর্তা ‘সন্দেহভাজনকে তাৎক্ষণিকভাবে বাধা দেন এবং গুলি করেন’, এতে হামলাকারী নিহত হয়। গুলিবর্ষণকারী পুলিশ কর্মকর্তা কোনো আঘাত পাননি।
বিবিসি জানিয়েছে, পুলিশ হামলাকারীর নাম বা সে কী উদ্দেশ্যে হামলা চালিয়েছে তা প্রকাশ করেনি। নিহত নিরাপত্তা রক্ষীর নাম ব্র্যাডলি হাঁস (৬৩)। তিনি হাসপাতালের সামনের দিকের প্রবেশ পথে কর্মরত ছিলেন। গুলিবিদ্ধ অবস্থায় আরেকটি হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। ঘটনা হাসপাতালের সামনের দিকের লবিতেই সীমাবদ্ধ ছিল বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা কর্নেল মার্ক হল। হাসপাতালের সব রোগী ও কর্মীরা নিরাপদ আছেন এবং হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত আছে বলে জানিয়েছেন নিউ হ্যাম্পশারের স্বাস্থ্য কর্মকর্তা লোরি ওয়েভার।
আরও পড়ুন
লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের ঘটনায় সম্ভাব্য কারণগুলো খতিয়ে দেখছেন তদন্তকারীরা
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার
দাবানলে পুড়ছে হলিউড হিলস