যুক্তরাষ্ট্রে বর্তমানে থাকা ৬০০ বিলিয়ন ডলারের বিনিয়োগকে বাড়িয়ে ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার ঘোষণা দিলেন সৌদি আরব। মঙ্গলবার (১৮ নভেম্বর) হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস)।
সৌদির এই কার্যত শাসক বলেন, আমি বিশ্বাস করি, প্রেসিডেন্ট—আজ ও আগামীকাল আমরা ঘোষণা করতে পারব যে, যুক্তরাষ্ট্রে আমাদের প্রকৃত বিনিয়োগের পরিমাণ ৬০০ বিলিয়ন ডলার থেকে প্রায় ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত হচ্ছে।
তিনি জানান, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), চুম্বক প্রযুক্তিসহ বিভিন্ন খাতে দুই দেশের মধ্যে একাধিক চুক্তি সই হবে, যা নতুন বিনিয়োগের সুযোগ তৈরি করবে।
এ সময় যুবরাজের বক্তব্যের মাঝেই ট্রাম্প বিস্ময় প্রকাশ করে বলেন, “তুমি বলতে চাইছো, ৬০০ বিলিয়ন ডলার বেড়ে ১ ট্রিলিয়ন ডলার?” উত্তরে এমবিএস বলেন, অবশ্যই, কারণ আমরা যে চুক্তিগুলো সই করছি, সেগুলোই এই অগ্রগতিকে সম্ভব করবে।
সৌদি বিনিয়োগের প্রশংসা করে ট্রাম্প বলেন, আমি তাকে ধন্যবাদ জানাতে চাই। তিনি ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগে সম্মত হয়েছেন। যেহেতু তিনি আমার বন্ধু, হয়তো এই পরিমাণ ১ ট্রিলিয়ন ডলার পর্যন্ত যেতে পারে—তবে আমাদের এখনও কিছু কাজ করতে হবে। আপাতত আমরা ৬০০ বিলিয়ন বিবেচনায় নিচ্ছি, তবে সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে দু’দেশের মধ্যে কয়েকটি চুক্তি সই হওয়ার পর যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত প্রিন্সেস রিমা বিনতে বন্দর আল-সৌদ এক্স-এ লিখেছেন, সৌদি-মার্কিন সম্পর্কের জন্য আজ একটি গুরুত্বপূর্ণ দিন।
তিনি আরও জানান, দুই দেশের মধ্যে সই হওয়া এসব ‘যুগান্তকারী’ চুক্তি বিনিয়োগে গতি আনবে, সৌদি ও মার্কিন নাগরিকদের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করবে এবং আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার প্রতি দুই দেশের যৌথ প্রতিশ্রুতি আরও জোরদার করবে।
এনএনবাংলা/

আরও পড়ুন
জাতীয় সরকার ছাড়া রাজনৈতিক স্থিতিশীলতা সম্ভব নয়: নুর
দেশজুড়ে মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধের ঘোষণা
১৮৯ কোটি টাকা আত্মসাৎ: ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার