January 7, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, August 14th, 2021, 1:52 pm

যুক্তরাষ্ট্রে ৯/১১ বার্ষিকীর প্রাক্কালে সন্ত্রাসের নতুন হুমকির সতর্কতা জারি

অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্রে ১১ই সেপ্টেম্বরের হামলার বার্ষিকীর আগে সন্ত্রাসের নতুন হুমকির সতর্কতা জারি করা হয়েছে। দেশটির হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট শুক্রবার এ সতর্কতা জারি করে।
দ্য ন্যাশনাল টেরোরিজম এডভায়জরি সিস্টেম বুলেটিনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র অভ্যন্তরীণ এবং বিদেশী উভয় সন্ত্রাসীর দ্বারা উচ্চতর হুমকির পরিবেশের মুখোমুখি।
এতে আরো বলা হয়, সহিংস কর্মকান্ডকে এগিয়ে নিতে এবং প্রভাবিত করতে অনলাইন ফোরামসমূহের ব্যবহার বেড়ে গেছে।
হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট বলছে, সরকার বিরোধী এবং জাতিগতভাবে অনুপ্রাণিত চরমপন্থীদের কাছ থেকে দেশ ক্রমবর্ধমান এবং তীব্র হুমকির মুখোমুখি।
ডিএইচএস বলছে, এসব সহিংস চরমপন্থী কোভিড -১৯ এর বিধিনিষেধে শিথিলতার সুযোগ নিতে পারে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে ১১ সেপ্টেম্বরের বিমান হামলার পর হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট বা ডিএইচএস গঠন করা হয়। এটি নিয়মিতই সন্ত্রাসী হুমকির বিষয়ে পরামর্শ দিয়ে আসছে।