January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 30th, 2021, 7:20 pm

যুক্তরাষ্ট্র এবার বাংলাদেশ থেকে কোচ-ক্রিকেটার নিতে চায়

অনলাইন ডেস্ক :

ধীরে ধীরে ক্রিকেট উন্নয়নে কাজ করছে যুক্তরাষ্ট্র। এইতো কয়েকদিন আগেই আইসিসির পূর্ণ সদস্য আয়ারল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়েছে তারা। দেশটির ক্রিকেট ইতিহাসে এটাই সবচেয়ে বড় জয়। মূলত বিশ্বের বিভিন্ন দেশ থেকে ক্রিকেটার নিয়ে জাতীয় দল গঠন করেছে যুক্তরাষ্ট্র। এবার বাংলাদেশ থেকেও কোচ ও ক্রিকেটার নিতে আগ্রহ প্রকাশ করেছে তারা। সেই লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে প্রাথমিক আলোচনা করেছে যুক্তরাষ্ট্র ক্রিকেট। ইউএসএ ক্রিকেটের প্রতিনিধি হাসান তারেক জানিয়েছেন, কোচ ও ক্রিকেটারের পাশাপাশি বাংলাদেশ থেকে কিউরেটরও নিতে চায় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দুই বোর্ডের সম্পর্ক উন্নয়নের মাধ্যমে বয়সভিত্তিক দলগুলোর দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনেও আলোচনা করা হয়েছে। বুধবার বিসিবি কর্তাদের সঙ্গে এসব বিষয় নিয়ে আলোচনা করেছেন তারেক। এর পরই সংবাদমাধ্যমকে এসব কথা জানিয়েছেন তিনি। বাংলাদেশি বংশোদ্ভূত তারেক বলেন, ‘প্রাথমিক লক্ষ্য ১৯ থেকে ২৬ বছর বয়সী ক্রিকেটারদের নেওয়া। আর নেওয়ার পর যুক্তরাষ্ট্রের হয়ে খেলার অনুমতি পেতে আরও ৩০ মাস সময় লাগবে।’