অনলাইন ডেস্ক :
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে ফাইজারের ২৫ লাখ ডোজ টিকা ঢাকায় এসে পৌঁছেছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৫টায় এগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে জার্মানির মিউনিখ হয়ে মালদ্বীপের উড়োজাহাজে ফাইজারের ২৫ লাখ ডোজ করোনা টিকা দেশে পৌঁছেছে।
টিকাগুলো গ্রহণ করতে বিমানবন্দরে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, সিএমএসডি ও বিমানবন্দর কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন বলেও বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়।
আরও পড়ুন
ভারতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বন্ধের অনুরোধ সরকারের
ইউরোপের বাজারে রফতানি বাড়ল বাংলাদেশি পোশাকের
সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাংলোবাড়ি গুঁড়িয়ে দিল বিআইডব্লিউটিএ