অনলাইন ডেস্ক :
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে ফাইজারের ২৫ লাখ ডোজ টিকা ঢাকায় এসে পৌঁছেছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৫টায় এগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে জার্মানির মিউনিখ হয়ে মালদ্বীপের উড়োজাহাজে ফাইজারের ২৫ লাখ ডোজ করোনা টিকা দেশে পৌঁছেছে।
টিকাগুলো গ্রহণ করতে বিমানবন্দরে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, সিএমএসডি ও বিমানবন্দর কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন বলেও বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়।

আরও পড়ুন
ফেব্রুয়ারির নির্বাচনের পর পদত্যাগের পরিকল্পনা রাষ্ট্রপতির: রয়টার্স
যত সহজ ভাবা হচ্ছে, নির্বাচন তত সহজ হবে না: তারেক রহমান
তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা ও অভিনন্দন