যুক্তরাষ্ট্র দূতাবাস বা যুক্তরাষ্ট্র সরকার কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করে না বলে জানিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্র্যাসি অ্যান জ্যাকবসন।
তিনি বলেন, আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে দেখা করি তাদের কর্মসূচি ও লক্ষ্য বুঝতে। আমরা কোনো নির্দিষ্ট রাজনীতিকক সমর্থন করি না। তাদের উদ্দেশ্য বোঝার জন্য আমরা সাক্ষাৎ করি।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত। তিন সদস্যের প্রতিনিধি নিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত প্রবেশ করেন। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সিইসি ছাড়া অন্য কেউ সেখানে ছিলেন না।
সাক্ষাৎ শেষে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সাংবাদিকদের জানান, মার্কিন সরকার অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশনকে আগামী বছরের শুরুতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথ তৈরির জন্য সমর্থন করে। একইসঙ্গে মার্কিন সরকার আশা করে যে, এই নির্বাচন শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হবে এবং এর মাধ্যমে একটি সফল গণতান্ত্রিক সরকার গঠিত হবে। যা বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করবে।
দেশের গুজব ও ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রদূত জানান, মার্কিন সরকার কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষ নেয় না। বিভিন্ন রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম ও লক্ষ্য সম্পর্কে জানতে তারা বৈঠক করে। একইভাবে, রাজনীতিবিদদের লক্ষ্য সম্পর্কে জানতে তাদের সঙ্গেও সাক্ষাৎ করা হয়। নির্বাচনের ফল নির্ধারণের দায়িত্ব বাংলাদেশের জনগণের। যুক্তরাষ্ট্র এই প্রক্রিয়ায় জনগণের সাফল্য কামনা করে তিনি।
এনএনবাংলা/
আরও পড়ুন
কেটি পেরি ও জাস্টিন ট্রুডোর রোমান্স নিয়ে তোলপাড়
রিশাদের ঘূর্ণি জাদুতে বাংলাদেশের দাপুটে জয়
ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা : সিইসি