অনলাইন ডেস্ক :
কাতার বিশ্বকাপের খেলা অবৈধভাবে সম্প্রচারের জন্য যুক্তরাস্ট্রের ৫৫টি ওয়েবসাইট বন্ধ করে দেয়া হয়েছে। দেশটির বিচার বিভাগ সোমবার একথা জানিয়েছে। এক বিবৃতিতে স্টেট ডিপার্টমেন্ট জানায়,‘ বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার অনুমোদন ছাড়া সরাসরি সম্প্রচার করা হচ্ছিল বলে শনাক্ত হওয়ার পর ওয়েবসাইট গুলো বন্ধ করে দেয়া হয়েছে। অথচ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব একমাত্র ফিফাই সংরক্ষন করে।’ হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের স্পেশাল এজেন্ট জেমস হ্যারিস বলেন,‘ যদিও অনেকে বিশ্বাস করে এই ধরনের ওয়েবসাইটগুলো খুব একটা গুরুতর হুমকির বিষয় নয়, কিন্তু অর্থের লোভে যে কোন মেধা সম্পত্তির অধিকার লংঘন অর্থনৈতিক কার্যক্রমের জন্য হুমকি।’ তবে বন্ধ করা ওয়েবসাইটগুলো শনাক্ত করতে পারেনি বিচার বিভাগ।
আরও পড়ুন
একটা ধাক্কায় কোহলির ৪ লাখ টাকা জরিমানা
মাশরাফি–সাকিব কি খেলবেন বিপিএলে?
মিমো-নিলয়দের প্যাডসর্বস্ব দল হারালো বিমানবাহিনীকে